নিয়ে নিন এন্ড্রয়েড এর জন্য কয়েকটি প্রয়জনীয় অ্যাপ এর পেইড ভার্সন যার নেই নিয়ে নিন

আসসালামুয়ালাইকুম, আশা করি ভাল আছেন সবাই। আমিও ভাল আছি। অনেক দিন সময় না পাওয়ায় আস্তে পারিনি। আজ আবার সবার মাঝে আসতে পেরে ভাল লাগছে। কিন্তু কি নিয়ে লিখবো? তাই আমার কালেকশনে থাকা কয়েকটি পেইড এন্ড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হলাম।

নিচে এপগুল দেয়া হলঃ

১। Assistant Pro for Android v23.20

এন্ড্রয়েড এর জন্য প্রো অ্যাপ এর মধ্যে সবথেকে প্রথমে যে নাম আসে তা হল Android Assistant Pro

এতে অনেক ফিচার আছে। আগে এটা কিনতে হত কিন্তু এখন এটা প্রো ভার্সন এভেইলেভেল। যাই হোক এই লেটেস্ট ভার্সন যার নেই তারা ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক

২। Automatic Call Recorder Pro

এটা নিয়েও বেশী কিছু বলার নেই, এটা থাকলে নিজে নিজেই কাজ করে। রেকর্ড করার সময়ও কোন শব্দ হয় না। আর সবথেকে বড় শুবিধা হল এটা রেকর্ড করে অনেক কল কিন্তু সেভ করা না হল ৪০ টা কল আগের রেকর্ড নিজে নিজেই ডিলেট হয়।

এই লেটেস্ট ভার্সন যার নেই তারা ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক

৩। MX Player Pro

আমার থেকে আপনারাই ভাল জানেন এটা কি আর এর কাজ কি। এক কথায় অসাধারন। এটা এন্ড্রয়েড এর বেস্ট মেডিয়া প্লেয়ার। আর এই প্রো ভারসন হল পেইড ভার্সন আর এড ফ্রী। আরও কিছু প্রো ফিচার আছে এই ভার্সনে।

ডাউনলোড লিঙ্ক

৪। All-In-One Toolbox

এটা দিয়ে অনেক কিছু করা যায় যামন চেস ক্লিনার, সিস্টেম ক্লিনার, এপ টু এস ডি কার্ড। এটা দিয়ে প্রাইয় ১০০ কাজ করা যায়। সব কিছু তো আর লেখাযায় না। তাই ইউস করে দেখতে পারেন।

ডাউনলোড লিঙ্ক

৫। Gravity Screen Pro

দারুন কাজের অ্যাপ। এটা থাকলে আপনি মোবাইল কোথাও রাখলে আলো নিভে যাবে, আর মোবাইল উঠালে নিজে আল জ্বলে ঊঠবে। তাহলে তো বুঝতে পারছেনই এটা কি জিনিস। তাই তারাতারি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক এখানে

আমি সন্দ্বিপ কুন্ডু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস