এখন আপনার এন্ড্রয়েডের হোম স্ক্রিনও ঘুরবে

এন্ড্রয়েড ট্যাবলেট অথবা বড় মাপের ডিসপ্লে সহ ফোন গুলোর হোম স্ক্রিন সহ সব মেনু সেকশনেই ফোন কাত করলে ঘুরে যায়। টিল্ট হওয়া বলি যাকে। কিন্তু সচরাচর ছোট মাপের ডিসপ্লে সম্বলিত ফোন গুলোতে এই ফিচার এতদিন ছিল না। সম্প্রতি গুগোল নাও লঞ্চারে এই সুবিধা দিয়েছে গুগোল। কিন্তু যদি আগে থেকেই এটি ইন্সটল করা থাকে আর জানা না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি সেটিংস থেকে আপনাকে অন করে নিতে হবে এটি। বাই ডিফল্ট এই অপশনটি ডিজেবল করা থাকে।

গুগোল নাও লঞ্চার ললিপপ অপারেটিং সিস্টেম ও তার ওপরের অপারেটিং সিস্টেমে ভাল কাজ করে। যদি আপনি গুগোল নাও ইন্সটল করে থাকেন কিন্তু এই অপশনটি খুজে না পেয়ে থাকেন তাহলে আপডেট করে নিলেই পেয়ে যাবেন। নিচের ধাপ গুলো সম্পন্ন করলেই আপনার স্ক্রিনটি আমার স্ক্রিন এর মত করতে পারবেন।

ধাপ সমুহঃ

  1. গুগোল নাও লঞ্চার ডাউনলোড করুন গুগোল প্লে থেকে এবং ইন্সটল করুন।
  2. গুগোল নাও লঞ্চারকে আপনার ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করুন।
  3. হোম স্ক্রিনে গিয়ে ফাকা জায়গায় ট্যাপ করে ধরে রাখুন। নিচের মত অপশন থেকে সেটিংসে ট্যাপ করুন।
  4. সেটিংস মেনুর একদম নিচে গিয়ে শেষের অপশনটি একটিভ করে দিন।

এবার আপনার হোম স্ক্রিনে গিয়ে ফোনটিকে কাত করুন। ওপরে দেয়া আমার ডিসপ্লের মত সব আইকন ঘুরে যাবে। আশা করি মজা পাবেন এই নতুন ফিচার ইউজ করে। নতুন কিছু ব্যবহার করার মজাই আলাদা।

তথ্য সুত্রঃ Easy Tricks and Tips
গুগোল প্লাসে ফলো করুনঃ Easy Tricks and Tips
মুভি ডাউনলোডঃ Movie Mania

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস