নিয়ে নিন রমজান আসার আগেই ‘রমজান ক্যালেন্ডার ২০১৬’

আসসালামু আলাইকুম,
মাহে রমজান ক্যালেন্ডার ২০১৬  নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপ করেছে মোবাইল অ্যাপ নির্মাতা কোম্পানি NR Soft BD। অ্যাপ্লিকেশানটি প্রত্যেকটি মুসলমানের প্রয়োজন। তাই এখনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের রমজান ক্যালেন্ডার ২০১৬  অ্যাপ্লিকেশান।

 

কি কি থাকছে অ্যাপ্লিকেশান টিতে ???
১। রমজান ক্যালেন্ডার ২০১৬
২। রোজার নিয়ত
৩। রোজা ও ইফতারের দোয়া।
৪। রোজা ভঙ্গের কারণসমূহ।
৫। তারাবীহ নামাজের নিয়ত ও তারাবীহ নামাজের নিয়ম সমূহ।

৬। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটি আপনাকেসারা বছর নামাযের কথা মনে করিয়ে দেওয়ার জন্য জন্য রয়েছে ৫ ওয়াক্ত অটো আযানের ব্যবস্থা।

৭। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ এবং পার্শবর্তী জেলার সময়সূচী অন্তর্ভূক্ত রয়েছে।
৮। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটিতে রোজা শুরু হওয়া পর্যন্ত দিন ঘণ্টা গণনার জন্য রয়েছে টাইম কাউন্ট ডাউন।

৯। রমজান ক্যালেন্ডার ২০১৬ অ্যাপ্লিকেশানটিতে আরো আছে ৬৪ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি।

১০। সেহরীর সময় আপনার যদি ঘুম থেকে উঠতে কস্ট হয় !!! তাহলে অ্যালার্ম বাটনে প্রেস করলে অটো অ্যালার্ম সেট হয়ে যাবে।
১১। সম্পূর্ণ অ্যাপটি বাংলায় দেখা যাবে।

১২। রোজা শুরু হওয়ার পর প্রত্যেকদিন ইফতারের কত সময় বাকি আছে !!! সেই টাইম কাউন্ট ডাউন হবে।

পরবর্তী সংস্করণে তজবিহ এর বাবস্থা করা হবে।

আশা করি, রমজানের উপর ভিত্তি করে বানানো এই অ্যাপটি ব্যবহার করে আপনারা পবিত্র রমজান এবং সকল রোজাসমূহ সঠিক পন্থায় রাখতে পারবেন।

অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করুন এখান থেকে
অ্যাপটি ব্যবহার করার জন্য ধন্যবাদ।

Level 0

আমি naimimran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস