নিয়ে আসলাম প্লেস্টোরের বেস্ট একটি Launcher,অসাধারন লুকিং সহ যাতে পাচ্ছেন ব্যাটারি সেভার,সুপার ফাস্ট ফোন এবং র‍্যাম বুস্টার।একটি অ্যাপেই সবকিছু একবার হলেও দেখা উচিৎ।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো।


এতোদিন হরেক রকমের বেস্ট Launcher গুলো আন্নেদের দিয়ে আসছি আজকেও তার ব্যাতিক্রম নয়।এন্ড্রোয়েট কেনার পর থেকেই বিভিন্য ধরনের অ্যাপ গেম Launcher নিয়েই বেশি ঘাটাঘাটি করি।যাইহোক আজ একটি আসাধারন Launcher এর রিভিউ নিয়ে আসলাম।কথা হলো যারা ফোন কে সাজাতে বা বিভিন্য রুপে দেখতে পছন্দ করেন শুধু মাত্র তাদের জন্যই এই টিউন।

এই Launcher টি প্লেস্টোরে বেস্ট Launcher গুলোর মধ্য একটি।সবচেয়ে বড় কথা এই Launcher এ অনেক কিছু পাচ্ছেন যা নিচে রিভিউ দিলাম।আর হ্যা এইটা কিন্তু ফ্রি ভার্সন নয়।সম্পূর্ণ পেইড ভার্সন।


কথা বাড়াবো না নিচে দেয়া স্ক্রিনশট গুলো দেখুন জাস্ট।

91L491L3


রিভিউ দেয়ার মতো কিছু নাই আর ১০ টা ল্যাঞ্চারের মতই সকল সুবিধা পাবেন এতে।

তারপরেও

  • একটি আদর্শ Louncher এর সব সুবিধায় পাবেন আপনি।
  • সাইজ মাত্র ৭ মেগাবাইট।
  • অনেক অনেক লক থিম ইউজ সুবিধা।
  • সুপার ফাস্ট Ul.
  • বিল্ড ইন ব্যাটারি সেভার,র‍্যাম বুস্টার তাই আলাদা করে ইউজ করতে হবে না।
  • ব্যবহার করা একদম সহজ।
  • প্রতিটা অ্যাপ পেজে আপনি ইচ্ছামতো আলাদা ছবি সেট করতে পারবেন।
  • অনেক অনেক ফ্রি থিম পাবেন যা দিয়ে অন্য রকম লুকিং করতে পারবেন।
  • Gestures সুবিধা পাবেন বলে সব সর্টকার্ট আপনি Gestures এর মাধ্যমে করতে পারবেন।
  • আপনি চাইলেই নিজের ছবি আইকন বানিয়ে ইউজ করতে পারবেন।
  • ব্যাটারি এবং র‍্যাম ড্রেইন করে না।
  • ফোন সব সময় ফাস্ট রাখে।

IOS 9 Lockscreen 91 L 91 L1


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

 

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


প্রথমে এই লিংক থেকে ল্যাঞ্চারটি ডাউনলোড করুন।এবং ফোন কে আরো স্টাইলিশ বানাতে নিচের লিংক থেকে ছোট ছোট সাইজের থিম গুলো ডাউনলোড করে নিন।মনে রাখবেন থিম ছাড়া Launcher আর লবন বিহীন পান্তভাত একই কথা


পেইড কিছু থিম ডাউনলোড করতে ক্লিক করুন → 


অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

ফেসবুকে আমি

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস