আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো।
এতোদিন হরেক রকমের বেস্ট Launcher গুলো আন্নেদের দিয়ে আসছি আজকেও তার ব্যাতিক্রম নয়।এন্ড্রোয়েট কেনার পর থেকেই বিভিন্য ধরনের অ্যাপ গেম Launcher নিয়েই বেশি ঘাটাঘাটি করি।যাইহোক আজ একটি আসাধারন Launcher এর রিভিউ নিয়ে আসলাম।কথা হলো যারা ফোন কে সাজাতে বা বিভিন্য রুপে দেখতে পছন্দ করেন শুধু মাত্র তাদের জন্যই এই টিউন।
এই Launcher টি প্লেস্টোরে বেস্ট Launcher গুলোর মধ্য একটি।সবচেয়ে বড় কথা এই Launcher এ অনেক কিছু পাচ্ছেন যা নিচে রিভিউ দিলাম।আর হ্যা এইটা কিন্তু ফ্রি ভার্সন নয়।সম্পূর্ণ পেইড ভার্সন।
রিভিউ দেয়ার মতো কিছু নাই আর ১০ টা ল্যাঞ্চারের মতই সকল সুবিধা পাবেন এতে।
তারপরেও
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।