মাত্র ১ মেগাবাইটের ক্যামেরা অ্যাপ,কি নেই এতে।প্লেস্টোরের শ্রেষ্ট এবং সবচেয়ে ছোট ক্যামেরা অ্যাপ এটি।সম্পূর্ণ পেইড ভার্সনটি এখনি নিয়ে নিন।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো।

 


 

জীবনে তো অনেক ধরনের ক্যামেরা অ্যাপ ইউজ করলেন।কয়টায় বা আপনার মনের মতো পাইছেন বলুন।তবে আজ আমি যে অ্যাপটি দিবো তা এক কথায় অসাধারন।এই অ্যাপটি আসুস ফোনের ডিফল্ট ক্যামেরা হিসেবেও ইউজ হয়।আর এই অ্যাপের ফ্রি ভার্সন পাওয়া যায়।আমি থাকতে ফ্রি ভার্সন নিবেন ক্যারে।একদন পেইড ভার্সনটায় দিলাম।

 


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

cm

  • প্রফেশনাল ফটোগ্রাফির কিছু আপশন পাবেন।
  • High HD মানের ভিডিও ক্যাপচিং।
  • সাইজ মাত্র ১.২ মেগাবাইট।
  • নিজশ্ব ভয়েস কমান্ডে পিক তোলার সুবিধা।
  • দ্রুত ফোকাস।
  • শুটার সাউন্ড ডিজেবল।
  • নিজের ইচ্ছামতো টেক্সট বা টাইম ডেট ছবিতে সেট করার সুবিধা।
  • ম্যানুয়াল ফোকাস,ISO,exposure time

আরো অনেক ফিচার।সত্যি বলতে এতো ছোট সাইজে এতো ফিচার আমি কখনোই দেখিনি।আর ফুল ভার্সন বলে সব ফিচার আনলক পাবেন।ডাউনলোড করে ইউজ করতে পারেন।

 


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

 

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।

 


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।

 


আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।মনে রাখবেন আপনার একটা মতামত কাজ টিউন লেখার উৎসাহ বাড়িয়ে দেয়।

তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

 

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

 

ফেসবুকে আমি

 

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

আমার আরো টিউন।

 

অবশেষে রিলিজ হলো Galaxy S7 Theme,যাতে পাচ্ছেন ৪৮ টি ওয়ালপেপার সহ Galaxy S7 এর অরিজিনাল লুকিং এর স্বাধ।সম্পূর্ণ পেইড এবং লেটেস্ট ভার্সন।

MX প্লেয়ারের কোন বিকল্প আছে কি?আমি বলবো হ্যা অবশ্যই আছে।MX প্লেয়ারের আদলে তৈরি এবং পপ আপ সহ MX প্লেয়ারের চেয়ে ১০গুন বেশি সুবিধা সম্পূর্ণ প্লেয়ারটি নিয়ে যান।

নিয়ে নিন বহুল জনপ্রিয় দুইটি ব্যাটারি সেভার অ্যাপের পেইড ভার্সন।ফাস্ট চার্জিং সহ ৭০% প্রর্যন্ত ব্যাটারি সেভ করুন।

ফোন কে যারা বিভিন্ন রুপে সাজাতে ভালোবাসেন তারা এইদিকে আসুন।আপনার হাতের ফোনটিকে আর বোড়িং লাগবে না কথা দিচ্ছি।

আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থেকে খুব বেশি চার্জ খায় বা র‍্যাম খরচ হয়?ফোন রুট করা নাই বলে কি কিছুই করতে পারছেন না?তাহলে এইদিকে আসুন একবার।

আপনার আজান্তেই আপনার ফোনে কি প্রচুর MB খরচ হচ্ছে ?তাইলে কষ্ট করে এই টিউনটি দেখুন,এখন থেকে আর MB নষ্ট হবে না

চলুন ফিরে যাওয়া যাক সেই ছোট বেলায়,মোস্তফা গেম খেলুন আপনার ফোনেই।সম্পূর্ণ নতুন ভার্সন ও নতুন আঙ্গিকে।

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন✌