বাংলায় কম্পিউটার প্রোগ্রামিং শিখুন একটিমাত্র এন্ড্রয়েট অ্যাপ ব্যবহার করে

সুপ্রিয় প্রযুক্তিপ্রেমিগন, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল। আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আশা করছি সবার অনেক ভাল লাগবে টিউন টি সেই সাথে যাহারা একেবারেই নতুন ভাবে কম্পিউটার প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন বা আগ্রহী তাদের জন্য এই অ্যাপস্ টি অতি প্রয়োজনীয় বলে আমি মনে করি। আমার আজকের টিউন টি হল কম্পিউটার প্রোগ্রামিং এর উপর একটি বই যা অ্যাপস্ আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই অ্যাপস্ টিতে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং এর উপর বিস্তারিত আলোচনা। যা আপনাকে একজন কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ করে না গড়ে তুলতে পারবে না কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর উপর একটি ভাল ধারণা দিতে পারবে বলে আমি মনে করি। তাছাড়া গান শোনা, সিনেমা দেখা,  ফেসবুক করা, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করার পাশাপাশি আবার কম্পিউটারের মূল জায়গায় ফিরে আসুক – সেই প্রত্যাশায় থাকলাম।" উক্ত অ্যাপে অত্যান্ত সহজ সরল ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং এর উপর প্রতিটি অধ্যায় আলোচনা করা হয়েছে বিধায় আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং এ জটিল ধারণা গুলো অত্যান্ত সহজ মনে হবে। তাহলে আর দেরি কিসের নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে আজ থেকেই শুরু করুন কম্পিউটার প্রোগ্রামিং এর কাজ। হতে পারে আজকেই এই কম্পিউটার প্রোগ্রামিং আপনার উজ্জ্বল ভবিষ্যতের সূচনা।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

ভাল থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোন টিউন এ। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

টিউনটি প্রথম প্রকাশিত আমার সাইটে

Level 0

আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস