আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আর হ্যা ভাল লাগলে যদি সেয়ার না করেন তাইলে কিন্তু খবর আছে হু।আবার মাইন্ড কইরেন না আমরা আমরাই তো।
এন্ড্রোয়েট ফোন বলতেই ব্যাটারির চার্জ নিয়ে টেনশন।তবে একটু যদি কৈশল অবলম্বন করা যায় তবে রেগুলার চার্জিং ব্যাকআপের চেয়ে একটু হলেও বেশি চার্জ সেভ করা যায়।এন্ড্রোয়েট ফোনে মূলত ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ গুলো চার্জ নষ্ট করে।আর এই ফোনের চার্জিং ব্যাকআপের জন্য কতই না অ্যাপ ইউজ করছি।প্লেস্টোর ঘাটলেও অনেক অনেক অ্যাপ পাওয়া যায়।তবে আজ আমি যে অ্যাপ দুইটি নিয়ে আসছি তার সাথে হয়তো অনেকেই পরিচিত।এই অ্যাপ দুইটি ইউজ করার জন্য আপনার ফোন রুটেড হতে হবে না।অ্যাপ দুইটি সম্পূর্ণ পেইড ভার্সন তাই পারফোমেন্স নিয়ে চিন্তা করতে হবে না।
যেহেতু দুইটা অ্যাপ প্রায় সেইম ধরতে গেলে তবে ডিজাইন এবং কাস্টোমাইজেশন কম বারা।
আরো অনেক কিছু আছে এই অ্যাপ দুইটায়। অ্যাপ দুইটি ৫০ মিলিয়নের বেশি ডাউনলোডকৃত।তাই আর কিছুই বলার নাই শুধু বলবো নতুন ভার্সনের অ্যাপ গুলো একবার হলেও ট্রাই করে দেখুন।
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।মনে রাখবেন আপনার একটা মতামত কাজ টিউন লেখার উৎসাহ বাড়িয়ে দেয়।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।