সকল প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার। পরম করুনাময় মহান আল্লাহ্র নাম নিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট, বড় ভাই-বোনেরা। আশা নয়, বিশ্বাস আল্লাহ্র রহমতে খুব ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ আপনাদের দোয়ায় ভালই আছি।
আপনাদেরকে নতুন তথ্য দেওয়া, নতুন কিছু উপহার দেওয়া, তার বিনিময়ে একটু থ্যাংকস পাও্যার আশা করি।
আশা করি টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। এই অ্যাপসটা আমাদের জন্য খুব দরকারী। কারন, এখন অনলাইনে বিভিন্ন জায়গায় একাউন্ট খুলে কাজ করতে হয়। আর এতো এতো আইডি পাসওয়াড মনে রাখা অনেক সময় সকলের জন্য খুব কষ্টের হয়ে পরে।
এমন কি একটি আইডির পাসওয়াড বারবার শতবার রিসেট করতে হয়।
এই ঝামেলা থেকে বাাঁচার জন্য Password Safe অ্যাপস টা ব্যবহার করতে পারেন।
Password Safe Pro
আপনি আপনার সব পাসওয়ার্ড সংরক্ষণ পরিবর্তে তাদের নিচে লেখা কাগজ একটি চাদর উপর একটি নিরাপদ উপায় চান?
পাসওয়ার্ড নিরাপদ আপনার সমাধান! এটা দোকান ও পরিচালনা সমস্ত একটি এনক্রিপ্ট ভাবে ডেটা প্রবেশ, তাই আপনি আপনার ডেটা অ্যাক্সেস একটি নিরাপদ সংগ্রহস্থল আছে এবং শুধুমাত্র আপনার মাস্টার পাসওয়ার্ড মনে করিয়ে দিতে হবে. এনক্রিপশন অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড (AES) 128bit উপর ভিত্তি করে এবং প্রো-সংস্করণে 256bit পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে.
হিসাবে এটা ইন্টারনেট থেকে কোন প্রবেশাধিকার আছে না আপনি বিশ্বাস করতে পারেন পাসওয়ার্ড নিরাপদ 100%.
উল্লেখ্য, কারণ অনুপস্থিত ইন্টারনেট-অনুমতি ছাড়া সিঙ্ক-বৈশিষ্ট্য আছে. সুতরাং যদি আপনি ডাটাবেস শেয়ার করতে চাই, ড্রপবক্স (বা অনুরূপ) এটি আপলোড এবং অন্য ডিভাইসে সেখানে থেকে এটি আমদানি.
অন্তর্ভুক্ত উইজেট সঙ্গে আপনি আপনার হোমস্ক্রিন থেকে আপনার ক্লিপবোর্ডে দ্রুত এবং সহজ একটি এলোমেলোভাবে সৃষ্টি পাসওয়ার্ড কপি করতে পারবে.
Essential functions at a glance
Use of rights:
WRITE_EXTERNAL_STORAGE: For database storage.
BILLING: For In-App-Purchase of PasswordSafe Pro.
KILL_BACKGROUND_PROCESSES: Its needed to kill app after restoring database in order to apply security-patch from Google correctly.
SYSTEM_ALERT_WINDOW: This is needed to show floating window.
Do not hesitate to contact me, if you found bugs, want to help me translate Password Safe into other languages or have got feature-requests, problems (or something like that)
How to Install?
Screenshots
Download Links
Password Safe Pro | Mirror
ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
আমি এফ রাব্বি রোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।