আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
N.B- আর হ্যা আগে পুরো টিউন পড়েন,না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর যদি আন্নের মনে হয় টিউনটি অনেক কাজের তাইলে কিন্তু অবশ্যই সেয়ার করতে হবে।
এম্নিতেই আমরা গেরে গেছি তাই মন মেজাজ একদম ভাল নাই।তাই কোন টিউন করতে চাচ্ছিলাম না কিন্তু টিউনটি লিখা ছিলো তা টিউন করছি।
ফোন কে প্রিমিয়াম লুক দিতে আমরা অনেক ধরনের ওয়ালপেপার,লাইভ ওয়ালপেপার ইউজ করে থাকি।কিন্তু র্যাম আর চার্জের ১২টা বাজায় বলে ইউজ করতে পারি না।কিন্তু আজ আমি যে অ্যাপ দিবো সেটাতে প্রায় কয়েক কোটি ওয়ালপেপার পাবেন।তাও সেগুলো রেন্ডমলি আপনার স্ক্রিনে শো করবে।সবচেয়ে অবাক করা বিষয় হলো এই অ্যাপটি মাত্র ৩ মেগাবাইট।আর প্লেস্টোরে কয়েক মিলিয়ন মানুষের ডাউনলোডকৃত।
আরো অনেক ফিচার পাবেন।লিখতে ভাল লাগছে না তাই লিখলাম না।আমার মনে হয় এই রকম অ্যাপ আমার লাইফে দুইটি দেখিনি কোনদিন।অ্যাপটি রিসেন্ট অনেক ফোনে ডিফল্ট ভাবে দিচ্ছে।তাইলে বুঝুন কি জিনিস এইটা।
আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু।মনে রাখবেন আপনার একটা মতামত কাজ টিউন লেখার উৎসাহ বাড়িয়ে দেয়।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।