আপনার ফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থেকে খুব বেশি চার্জ খায় বা র‍্যাম খরচ হয়?ফোন রুট করা নাই বলে কি কিছুই করতে পারছেন না?তাহলে এইদিকে আসুন একবার।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।


নিজের টেকা জমায়া হোক আর বাপের টেকা মাইরা হোক এন্ড্রোয়েট একখান ফোন কিইন্না ফালাইছি।তারপর ধুমায়া বিভিন্ন অ্যাপ আর গেম দিয়ে ফোন জ্যাম।ওরে আল্লাহ এখন দেখি ২/১ ঘন্টার বেশি চার্জ থাকে না।চার্জের ভয়ে ফোন খানা টিপাটিপি না করলেও দেখি চার্জ চইলা যায়।মহা মছিবত এদিকে বিভিন্ন টাক্স কিলার হেন কিলার তেন সেভার দিয়েও কাজ হয় না দেখি।আবার রুট করতেও ভয় লাগে।তারপর অনেক কষ্টে খুইজা খুইজা অ্যাপ খানা পাইলাম।

আমার মনে হয় ননরুট ইউজারদের জন্য বেস্ট অ্যাপ।


ছোট্ট একটা রিভিউ দিলে মন্দ হয় না।

  • অ্যাপখানা মাত্র ৪ মেগাবাইট।
  • রুটের দরকার নাই।
  • ফোন লক বা স্লিপ মুডে থাকলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা সকল অ্যাপ ক্লোজ করে দেয়।
  • আমি নিজে ৪ মাস হলে ইউজ করি।
  • র‍্যাম খালি রাখে।
  • প্রসেসরের উপর চাপ কমায়।
  • আর হ্যা এই অ্যাপ খুব ছোট এবং খুব সিম্পল সাদামাটা বলে ইনি নিজেই চার্জ ড্রেইন করে না।

আর কি কমুরে ভাই,অনেক কয়ালাইচি।জীবনে ব্যাটারির চার্জ বাচানোর জন্য অনেক অ্যাপ ইউজ করছেন এইডা একবার কইরা দেখেন।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।

 


 

তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

 

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

 

ফেসবুকে আমি

 

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

আমার আরো টিউন।

 আপনার আজান্তেই আপনার ফোনে কি প্রচুর MB খরচ হচ্ছে ?তাইলে কষ্ট করে এই টিউনটি দেখুন,এখন থেকে আর MB নষ্ট হবে না

চলুন ফিরে যাওয়া যাক সেই ছোট বেলায়,মোস্তফা গেম খেলুন আপনার ফোনেই।সম্পূর্ণ নতুন ভার্সন ও নতুন আঙ্গিকে।

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস