আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
নিজের টেকা জমায়া হোক আর বাপের টেকা মাইরা হোক এন্ড্রোয়েট একখান ফোন কিইন্না ফালাইছি।তারপর ধুমায়া বিভিন্ন অ্যাপ আর গেম দিয়ে ফোন জ্যাম।ওরে আল্লাহ এখন দেখি ২/১ ঘন্টার বেশি চার্জ থাকে না।চার্জের ভয়ে ফোন খানা টিপাটিপি না করলেও দেখি চার্জ চইলা যায়।মহা মছিবত এদিকে বিভিন্ন টাক্স কিলার হেন কিলার তেন সেভার দিয়েও কাজ হয় না দেখি।আবার রুট করতেও ভয় লাগে।তারপর অনেক কষ্টে খুইজা খুইজা অ্যাপ খানা পাইলাম।
আমার মনে হয় ননরুট ইউজারদের জন্য বেস্ট অ্যাপ।
আর কি কমুরে ভাই,অনেক কয়ালাইচি।জীবনে ব্যাটারির চার্জ বাচানোর জন্য অনেক অ্যাপ ইউজ করছেন এইডা একবার কইরা দেখেন।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।