আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
আচ্ছা ভাই ফোন কেনার আগে আপনি আগে কি ভাবেন?নিশ্চয় ক্যামেরার কথা আগে বলবেন।কেন ভাবেন? আপনার উত্তর হবে আরে ভাই ছবি তোলার জন্য।আচ্ছা সব ঠিক আছে কিন্তু ছবি তুলতে গিয়ে ফোনের ডিফল্ট অ্যাপ দিয়ে দেখছেন ভাল মনের মতো ছবি পাচ্ছেন না।আবার প্লেস্টোর ঘেটে ঘেটে প্লেস্টোরের গুষ্টি উদ্ধার করে ফেলেছেন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে।ইসস তবুও আপনার মন ভরছে না।আমি বলি বাদ দেন সব,আগের সব ক্যামেরা অ্যাপ গুলো ঘ্যাচাং করে আনইন্সটল করেন।কারন আজ যে অ্যাপটা নিয়ে আসছি সেইটা কিন্তু যেন তেন অ্যাপ না.২০১৫ সালে প্লেস্টোরে বেস্ট ক্যামেরা অ্যাপ আওয়ার্ড পাইছে এছাড়াও বিশ্বের ৭৫ টি দেশে সবচেয়ে বেশি ডাউনলোড হইছে।তাইলে আপ্নেই বিচার করেন মাল খানা কি।আর হ্যা আমি কিন্তু কটিপতির ছেলে তাই প্লেস্টোর থেকে পেইড ভার্সনটায় ডাউনলোড করে দিলাম।
আর কিছু বলবো না,আরো অনেক ফিচার পাবেন।একবার ট্রাই করে দেখতে পারেন।আমার মনে হয় ভাল লাগবেই।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।