আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।
N.B- আর হ্যা আগে পুরো টিউন পড়েন,না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর যদি আন্নের মনে হয় টিউনটি অনেক কাজের তাইলে কিন্তু অবশ্যই সেয়ার করতে হবে।
যাইহোক কাজের কথায় আসা যাক কি কন?স্মার্টফোন ইউজ করেন আর তাতে ইন্টারনেট চালান না ব্যাপারটা কেমন জানি নুন ছাড়া পান্তাভাত।আর স্মার্টফোন আসার পর থেকে আমাদের ইন্টারনেট খরচটাও বাইরা গেছে।
আর আমগো দেশের মোবাইল কম্পানি গুলোর নেট প্যাকেজ কেমুন সেইডা তো ভাল করেই জানেন।আনলিমিটেড নিলেও সেইডাও দেখবেন লিমিটের ভিত্রে রাইখা দিছে।হয়তো টেকা পয়সা ম্যানেজ করে অনেক কষ্টে নেট প্যাকেজ কিনছেন,ধুমছে নেট চালাচ্ছেন কিন্তু ৫/১০ মিনিট পরেই আন্নের MB গায়েব।তখন মেজাজটা কেমন লাগে তা বলার অপেক্ষা রাখে না।
তবে এমন অবস্থা যাতে আর না হয় সেজন্য নিয়ে আসলাম হেব্বি একখান অ্যাপ।ফ্রি কিন্তু না এক্কেরে পেইড ভার্সন দিমু।
না আর লিখতে পারমু না,অনেক সুবিধায় পাবেন এই অ্যাপে।তবে হ্যা আন্নের বাবার যদি অনেক টাকা থাকে তাইলে এই অ্যাপ আপনার জন্য নহে।এই অ্যাপটা শুধু মাত্র তাদের জন্যই যারা লিমিটেড ইন্টারনেট ইউজ করেন।
তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।