আপনার আজান্তেই আপনার ফোনে কি প্রচুর MB খরচ হচ্ছে ?তাইলে কষ্ট করে এই টিউনটি দেখুন,এখন থেকে আর MB নষ্ট হবে না।

আসসালামু আলাইকুম ভাই ব্রাদার,কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভালই আছি।

N.B- আর হ্যা আগে পুরো টিউন পড়েন,না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর যদি আন্নের মনে হয় টিউনটি অনেক কাজের তাইলে কিন্তু  অবশ্যই সেয়ার করতে হবে।


যাইহোক কাজের কথায় আসা যাক কি কন?স্মার্টফোন ইউজ করেন আর তাতে ইন্টারনেট চালান না ব্যাপারটা কেমন জানি নুন ছাড়া পান্তাভাত।আর স্মার্টফোন আসার পর থেকে আমাদের ইন্টারনেট খরচটাও বাইরা গেছে।

আর আমগো দেশের মোবাইল কম্পানি গুলোর নেট প্যাকেজ কেমুন সেইডা তো ভাল করেই জানেন।আনলিমিটেড নিলেও সেইডাও দেখবেন লিমিটের ভিত্রে রাইখা দিছে।হয়তো টেকা পয়সা ম্যানেজ করে অনেক কষ্টে নেট প্যাকেজ কিনছেন,ধুমছে নেট চালাচ্ছেন কিন্তু ৫/১০ মিনিট পরেই আন্নের  MB গায়েব।তখন মেজাজটা কেমন লাগে তা বলার অপেক্ষা রাখে না।

তবে এমন অবস্থা যাতে আর না হয় সেজন্য নিয়ে আসলাম হেব্বি একখান অ্যাপ।ফ্রি কিন্তু না এক্কেরে পেইড ভার্সন দিমু।


ফ্রাঞ্চ চলুন দেখে নেয়া যাক কি কি ধন সম্পদ থাকছে এই অ্যাপে

  • এই অ্যাপখানা ইউজ করতে আপনার ফোন রুট করতে হইবে না।
  • এইডা কিন্তু প্লেস্টোরের ভাল রেটিং পাওয়া ফায়ারওয়াল এবং এড ব্লকিং অ্যাপ।
  • এক্কেরে ১০০% ওপেন সোর্স।
  • আন্নে কোন কোন অ্যাপ কে নেট খাওয়াইয়া ক্ষিদা মেটাইতে চান সেইডা এই অ্যাপ থেকে ঠিক করে দিতে পারবেন।
  • মোবাইল নেটওয়ার্ক,ওয়াইফাই,হটস্পট সবকিছুই কন্ট্রোল করিতে পারিবেন।
  • অ্যাপ খানার সাইজ মাত্র ১ মেগাবাইট।
  • ইন্টারনেট স্পিড মিটারের মতো স্পিড শো করে।

না আর লিখতে পারমু না,অনেক সুবিধায় পাবেন এই অ্যাপে।তবে হ্যা আন্নের বাবার যদি অনেক টাকা থাকে তাইলে এই অ্যাপ আপনার জন্য নহে।এই অ্যাপটা শুধু মাত্র তাদের জন্যই যারা লিমিটেড ইন্টারনেট ইউজ করেন।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করতে চান?

তাহলে  ইউসি বা ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন তারপর Create Download link এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Create Download link ক্লিক করুন।পরের পেজে Click here to download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।


click

অনেক অনেক পেইড এবং দরকারি অ্যাপ পেতে এই লিংক ভিজিট করুন।

 


তাইলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে।ভাল থাকুন সুস্থ্য থাকুন।কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

 

ফেসবুকে আমি

 

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

আমার আরো টিউন।

 

চলুন ফিরে যাওয়া যাক সেই ছোট বেলায়,মোস্তফা গেম খেলুন আপনার ফোনেই।সম্পূর্ণ নতুন ভার্সন ও নতুন আঙ্গিকে।

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস