আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন, না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।আর ভাল লাগলে অবশ্যই সেয়ার করবেন।
আমরা কম বেশি সবাই গান শুনতে পছন্দ করে,কিন্তু মনের মতো সাউন্ড কোয়ালিটি না পেলে গান শুনে তেমন মজা পাওয়া যায় না।তবে আপনি ইচ্ছা করলেই পেইড প্লেয়ার দিয়ে মিউজিক সাউন্ড কোয়ালিটি চেইঞ্জ করে নিতে পারেন।প্লেস্টরে অনেক ধরনের মিউজিক প্লেয়ার পাওয়া যায় কিন্তু কয়টায় বা ভাল মানের বলুন? কিন্তু আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তা সত্যিই অসাধারন।আর এইটা কিন্তু ফ্রি নয় প্লেস্টোর থেকে কিনতে গেলে পুরা ৫ ডলার গুনতে হবে আপনার।
এই প্লেয়ারের অসংখ্য প্লাগিং পাওয়া যায় তাছাও থিম চেইঞ্জ তো থাকছেই।আমি নিজে ইউজ করে দেখলাম খুব ভাল লাগলো তাই সেয়ার করলাম।আমার মনে হয় একবার হলেও ট্রাই করা উচিট।মাত্র ৬ মেগাবাইট।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন দড়েই এমন একটা সফটওয়ার খোজছিলাম আমার কম দামের এন্ড্রয়েডের জন্য।
ডাইনলোড পদ্ধতিটা সুন্দর করে বলে দেওয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকেন এই কামনায়।