আমাদের বিভিন্ন কাজে অনলাইনে
হোক বা অফলাইনে হোক বিভিন্ন
সাইজের ফটো দরকার পড়ে, তখন
আমরা ফটোশপ এর মাধ্যমে একটা একটা
করে সাইজ করতে হয়, যেটা আসলে
আনেক বরিং এবং অনেক বিরক্ত দায়ক,
এবং সময় ও লাগে বেশী।
তাই আজ আপনাদেরকে দেখাব কি
করে আল্প সময়ের মধ্যে একি সাথে
আনেক গুলা ফটো আপনার পসন্দ
মতো সাইজ করবেন, তাহলে চলুন
দেখা যাক কি করে করবেন।
প্রথমে আপনাকে এখান থেকে
সফটওয়্যারটি Download নিছ থেকে ডাউনলোড করে নিন
Download হয়ে গেলে এবার নিচের
ইনফর্মেশন গুলা ভাল করে দেখুন।
১. নাম্বার ১ এর জাইগায় আপনার ইচ্ছা
মতো যত ফটো পারেন সিলেক্ট
করে ছেরেদিন, তারপর উপরে
ইমেজ এ ক্লিক করে লোড ইমেজ এ
ক্লিক করে কথা রখাবেন সেটা সিলেক্ট
করে নিন।
২. নাবার ২ এর স্থানে আপনার ইচ্ছা মতো
সাইজ দিন।
৩. নাম্বার ৩ এর স্থানে কোন টাইপের
ইমেজ করবেন সেটা সিলেক্ট করুন।
৪. নাম্বার ৪ এর স্থানে যদি আপনি কোন
নতুন নাম দিতে চান তাহলে নতুন নাম দিন, তা
না হলে আগের অবস্থাই রেখে দিন।
৫. নাম্বার ৫ এর স্থানে যদি আপনার ফটো
রিপ্লেস হয়ার পরে যদি আগের ফটো
রেখে দিতে চান, তাহলে পাসের <-
তে ক্লিক করে নতুন ফোল্ডার
দেখিয়ে দিন।
৬. দ্বিতীয় স্ক্রিনশতের তীর চিহ্ন
দেওয়া স্থানে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ, আশা করি এই
সফটওয়্যারটি আপনাদের অনেক কাজে
লাগবে, তাই আজ এখানেি শেষ করছি।
টিউনটি সবার সাথে শেয়ার করুন
আমি এইচবি সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই লিংক দিয়ে ডাউনলোড করতে পারছি না। মিডিয়া ফায়ার লিংক থাকলে ভালো হতো