সুপ্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সবাই?? আশা করি অনেক অনেক ভাল। আজ ও আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটি টিউন নিয়ে। যার মূল কাজ হল মোবাইলের ক্ষতিকর অথবা অতিরিক্ত আলো থেকে নিজের চোখকে রক্ষা করা। বিষয় টি ছোট হলেও কিন্তু অনেক কাজের যেহেতু এটি আমাদের চোখে কে নিরাপদ রাখবে তাই সকল স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপস টি ব্যবহার করতেই পারেন।
যেহেতু আমরা বর্তমানে অনেকেই এন্ড্রয়েট মোবাইল ব্যবহার করি কিন্তু আমারা জানি না যে স্মার্ট ফোন থেকে বের হওয়া আলো আমাদের জন্য কতটা ক্ষতি কর। তাই নিজেকে সুরক্ষা করতে নিজের চো্খ কে রক্ষা করতে আজকের এ্ই অ্যাপস নাম হল - Twlight Pro
এবার চলুন দেখেনিই এই অ্যাপসটির ফিচার বা ব্যবহার বিধি-
এই অ্যাপসটি তে আপনি আপনার ইচ্ছামত আলো কমাতে বা বাড়াতে পারবেন
এখানে আপনি আপনার ইচ্ছামত কালার টেম্পারেচার থেকে প্রয়োজন মোতাবেক কালার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে
এখানে সবচেয়ে প্রয়োজনীয় একটি মেনু হল সিডিওল এর সাহায্যে আপনি টাইম সেট করতে পারবেন যেমন দিনের আলোতে কি পরিমান আলো এবং রাতে কি পরিমানে আলো আপনি পেতে চান।
সবচেয়ে মজার ব্যাপার হল এটি আপনার ব্যাটারির চার্জ বেশিক্ষন ধরে রাথতে সহায়তা করবে।
হ্যা বলতে তো ভুলেই গিয়েছিলাম – এটি একটি প্রো ভার্ষন প্লে স্টোরে যার মূল্য প্রায় 0.99 ডলার কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি
আর সাইজের কথা চিন্তা করছেন ??? মাত্র 8 (চার) মেগাবাইট
তো আর দেরি কিসের নিচের দেখানো লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন প্রয়োজনীয় এই অ্যাপস্ টি।
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে download বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক করুন। অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে download বাটনে পুনরায় ক্লিক করলে download শুরু হবে।
প্রথম প্রকাশিত এখানে
আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।