মোবাইল ব্যাটারীর চার্জ নিয়ে আর নেই ভাবনা ব্যবহার করুন ”Battery Saver Pro v3.0.1”

Updated : February 15, 2016
Size : 7.4M
Current Version : 3.0.1
Requires Android : 4.0.3 and up

আপনার মোবাইলের চার্জ দ্রুত ফুরিযে যাচ্ছে ???

এ নিয়ে আপনি টেনশনে আছেন ??? নিয়ে নিন লেটেস্ট ব্যাটারী সেভার ”Battery Saver Pro v3.0.1” এন্ড্রয়েড অ্যাপটি।

ব্যাটারী সেভার প্রো দিয়ে খুব সহজেই ব্যাটারী আয়ু বাড়াতে পারবেন এবং মাত্র এক ক্লিক এ সেটিং এর মাধ্যমে মেমরী ক্লিনার, অ্যাপ ক্লিনার, টাস্ক ক্লিনার এবং আরও অনেক ফাংশন পরিচালনা করতে পারবেন।

একেবারে উপরের ডিপ স্লিপ মোড এর মাধ্যমে আপনি নরমাল/স্মার্ট/এডভান্সড/কাস্টম ব্যবহার করে আপনার ব্যাটারীর আয়ু আরও দীর্ঘ করতে পারেন। আর এর অ্যাপ কনজিউমশন মোড আপনাকে জানিয়ে দিবে আপনার মোবাইলের কোন কোন এপ্লিকেশনগুলো বেশী ব্যাটারী ব্যবহার করছে। এতে রয়েছে সুপার ইউসফুল ব্যাটারী সেভার উইজেড এবং আরও অনেক ফিচারস। আপনি যদি ঠিক মতো এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার ব্যাটারীর পাওয়ার দ্বিগুন থেকে চারগুন বৃদ্ধি করতে পারবেন। এবং আপনার মোবাইল ফোনের গতি ও বৃদ্ধি পাবে অনেক।

 

এতে রয়েছে একটি টুলবক্সে ৫টি ফিচার -

১। অন ট্যাপ অপটমাইজার সাথে

২। মেমরী ক্লিনার,

৩। জাংক ক্লিনার,

৪। টাস্ক কিলার

৫। ফাংশন কন্ট্রোলার

 

আসুন দেখে নেই এর পাওয়ার ফিচার গুলো :

> অন ট্যাপ অপটামাইজার (মেমরী ক্লিনার/জাংক ক্লিনার/ টাস্ক কিলার)<

= মেমরী ক্লিন আপ, অন টাচ বাটন এর সিম্পল টাচের মাধ্যমে টাস্ক কিলিং

= আপনাকে দেখাবে আপনি কত ঘন্টা সেভ করতে পারলেন, ব্যাটারী ক্ষয় হতে

> স্লিপ মোড ব্যাটারী সেভার <

= আপনি যদি ও আপনার মোবাইলটি ব্যবহার না করেন সিন্স ডাটা (syncs data) প্রতি সেকেন্ডে আপনার মোবাইল ফোনের ব্যাটারী এবং ব্যাটারীর আয়ু ক্ষয়  করতে থাকে।

= যখন আপনি মোবাইল ব্যবহার করবেন না তখন ‘স্লি মোড’ টি ব্যবহার করুন, আপনার ব্যাটারীর আয়ু বাড়ানোর জন্য।

> অ্যাপ কনজিউমশন ট্রাকার/আনইনস্টলার<

= কোন কোন অ্যাপ ব্যাটরী ক্ষয় করে আপনাকে ট্রাকের মাধ্যমে দেখিয়ে ব্যাটরীর আয়ু সেভ করতে সাহায্য করবে।

= যে অ্যাপটি ব্যাটরী বেশী ক্ষয় করে সেটি সিলেক্ট করুন এবং আনইনস্টল অথবা ফোর্স স্টপ করুন।

আরও অনেক ফাংশন।

ধন্যবাদ।

গুগল প্লে তে :

 

ডাউনলোড লিংক

ডাউনলোড লিংক ২

 

Level 0

আমি শাহীন জাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস