এইবার ফোনের স্ক্রীনশট নিন রুট ছাড়াই [যাদের ফোনে Screenshot সাপোর্ট করে না,তাদের জন্য]

প্রথমে আমার সালাম নিবেন।সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করি সকলের ভালো লাগবে।

এখন প্রতি ঘরে ঘরে একটি করে হলেও এন্ড্রয়েড ফোন রয়েছে।এন্ড্রয়েড হলো একটি ম্যাজিক বক্সের মত এ দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।অনেক সময় আমাদের কে বিভিন্ন সমস্যায় পরতে হয়,সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গ্রুপ রয়েছে,তবে সমস্যা খুব সহজে বুঝানোর সহজ একটি মাধ্যম হলো Screenshot.এর মাধ্যমে এন্ড্রয়েড ফোনের যেকোন সমস্যা সহজেই সকলের নিকট সুস্পষ্ট ভাবে তুলে ধরা যায়।

কিন্তু সব থেকে বড় একটা সমস্যা হলো অনেকেই জানেন না কীভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে  Screenshot তুলতে হবে।অনেকের ফোনে আবার Screenshot নেয়ার সমস্যা ও রয়েছে।সে সকল চিন্তা মাথায় রেখে আজ একটি টিউন করলাম,জটিল একটি এপ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

 

 

এপটির নাম হলো No Screenshot It.এই এপের মাধ্যমে আপনি খুব সহজেই এন্ড্রয়েড ফোন দিয়ে Screenshot নিতে পারবেন,স্ক্রীনের যেকোন অংশ কেটে অর্থাৎ Crop করে সেভ করে রাখতে পারবেন আরো অনেক ফিচার রয়েছে এপটিতে।

 

আর সব থেকে বড় কথা এটি কোন ফ্রী এপ নয়,এটি একটি পেইড এপ,যা ব্যবহার করতে হলে আপনাকে ডলার গুণতে হবে,তবে আজ আপনাকে এই এপটি দিচ্ছি পুরা বিনামূল্যে।আর কথা বাড়িয়ে কাজ নেই,নিচ থেকে এপটি ডাউনলোড করে ফেলুনঃ

 

App Name:No Root Screenshot It.apk

Size: 849KB

Version:3.4

Link: এখানে ক্লিক করুন।

 

যেভাবে ডাউনলোড করবেনঃ

.

ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে "Download" তার পরের পেইজে আবার নীল "Download" এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে,অন্য কোন ট্যাব Open হলে তা বন্ধ করে দিবেন।বুঝতে অসুবিধা হলে নিচের ছবি দেখুন।

 

 

ছবি  ১ঃ

 

 

 

 

ছবি ২ঃ

 

 

 

 

 

 

 

 

 

 

Tune টি ভালো লেগে থাকলে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না,সবাই ভালো থাকবেন,সবাইকে ধন্যবাদ।

.

.

.

.

আমার আগের টিউনসমূহঃ

.

.

 

 

Level 0

আমি আমার আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনে নতুন,আমি নিজেই এই সাইট থেকে অনেক কিছু শিখেছি,চেষ্টা করবো সবাইকে সহজ ভাবে নতুন কিছু বুঝানোর,নতুন সব টিউন দেয়ার চেষ্টা থাকবে সব সময়,আমি সাধারণত এন্ড্রয়েড নিয়ে লিখতে ভালোবাসি তবে মাঝে মধ্যে কম্পিউটার নিয়েও লিখবো,আশা করি ভালো মানের কিছু পোস্ট লেখার,যা সবার ভালো লাগবে বলে আমি আশাবাদি।আমার সাথেই থাকুন,টেকটিউন্স এর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস