অ্যান্ড্রয়েড এর ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়? – নিয়ে নিন একটি দারুন সলিউশন!

কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন।

আমার মত এমন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন যারা আমার মতই ( দ্রুত ব্যাটারি চার্জ শেষ হওয়া বা ব্যাটারিতে Full চার্জ হতে বেশি সময় নেওয়া বা রাতে ব্যাটারি চার্জ এ দিয়ে ঘুমিয়ে পড়ায় ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া ) এমন সমস্যায় রয়েছেন।আজ আমি একটি বিশেষ সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে এই ধরনের সমস্যা গুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন।

অ্যাপটির নামঃ Battery Charge Saver Pro

সাইজঃ মাত্র ২ এমবি!

আসুন এই অ্যাপ টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

এটি একটি Pro অ্যাপ যার সব ফাংশন আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রীতে.

  • One-Touch Battery Booster: এতে রয়েছে আকর্ষণীয় One-Touch Battery Booster যার মাধ্যমে আপনার ব্যাটারির চার্জ ব্যবহার কমিয়ে নিতে পারেন খুব সহজেই।

 

  • এর Advanced Charge ফাংশন আপনাকে ব্যাটারিকে দিবে তিন ধরনের চার্জ গ্রহনের সুবিধা।

১। Full Charge Waiting: এখানে ব্যাটারির ৮০% পর্যন্ত চার্জ Fast Charge Ongoing হবে এরপর তা Full চার্জ এ স্থানান্তর করা হবে।

২। Full Charge Waiting: এখানে ব্যাটারির ১০০% charge হওয়ার আগ পর্যন্ত Normal Mood এ Charge Ongoing হবে এরপর তা Trickle Charge এ স্থানান্তর করা হবে।

৩। এখানে আপনার ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু ব্যাকআপ চার্জ সংগ্রহ করা হবে এবং Charge System Automatically Disconnect হয়ে যাবে। ধরুন আপনি কখনো মোবাইল চার্জ এ দিয়ে ঘুমিয়ে গেলেন তাহলে এই সিস্টেম এর মাধ্যমে আপনার মোবাইলটি Full Charge হওয়ার পর অটো disconnect হয়ে যাবে ফলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।

  • Mood Active Function: এতে রয়েছে তিন ধরনের ব্যাটারি চার্জ সেভিং মুড ফাংশন যা আপনাকে দিবে ব্যাটারি চার্জ সেভ এর পরিপূর্ণ অপশন।

  • Advanced Details Option: এর Advanced details option আপনাকে দিবে আপনার বর্তমান চার্জ দিয়ে কোন কোন function ব্যবহার করলে আপনার ব্যাটারির চার্জ কতক্ষণ স্থায়িত্ব হবে তা জানার সুযোগ।

এছাড়াও এতে রয়েছে যেমনঃ Battery charge sound, ২ ধরনের widget, Notification Bar ইত্যাদি যা আপনার Android ডিভাইসটিকে করে তুলবে আরও সুন্দর ও আকর্ষণীয়।

 

 

 

 

Level 2

আমি ফারুক আবেদিন রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস