কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন।
আমার মত এমন অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছেন যারা আমার মতই ( দ্রুত ব্যাটারি চার্জ শেষ হওয়া বা ব্যাটারিতে Full চার্জ হতে বেশি সময় নেওয়া বা রাতে ব্যাটারি চার্জ এ দিয়ে ঘুমিয়ে পড়ায় ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া ) এমন সমস্যায় রয়েছেন।আজ আমি একটি বিশেষ সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে এই ধরনের সমস্যা গুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন।
অ্যাপটির নামঃ Battery Charge Saver Pro
সাইজঃ মাত্র ২ এমবি!
আসুন এই অ্যাপ টি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
এটি একটি Pro অ্যাপ যার সব ফাংশন আপনি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রীতে.
১। Full Charge Waiting: এখানে ব্যাটারির ৮০% পর্যন্ত চার্জ Fast Charge Ongoing হবে এরপর তা Full চার্জ এ স্থানান্তর করা হবে।
২। Full Charge Waiting: এখানে ব্যাটারির ১০০% charge হওয়ার আগ পর্যন্ত Normal Mood এ Charge Ongoing হবে এরপর তা Trickle Charge এ স্থানান্তর করা হবে।
৩। এখানে আপনার ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু ব্যাকআপ চার্জ সংগ্রহ করা হবে এবং Charge System Automatically Disconnect হয়ে যাবে। ধরুন আপনি কখনো মোবাইল চার্জ এ দিয়ে ঘুমিয়ে গেলেন তাহলে এই সিস্টেম এর মাধ্যমে আপনার মোবাইলটি Full Charge হওয়ার পর অটো disconnect হয়ে যাবে ফলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
এছাড়াও এতে রয়েছে যেমনঃ Battery charge sound, ২ ধরনের widget, Notification Bar ইত্যাদি যা আপনার Android ডিভাইসটিকে করে তুলবে আরও সুন্দর ও আকর্ষণীয়।
আমি ফারুক আবেদিন রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পিকচার দিলে সবার বুঝতে সুবিধা হতো