সেলফি তুলার জন্য চরম অ্যাপ Retrica এর প্রিমিয়াম ভার্সন ও ব্লগ নিয়ে কিছু প্রশ্ন

টেকটিউনসে সবাইকে স্বাগতম। এই টিউনে অ্যান্ডুয়েপ অ্যাপ নিয়ে করা সেহেতু অণ্য বিষয় নিয়ে এখানে আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু না করে উপায় নাই কেননা টেকটিউনস এর সমস্যা একটাই তার টার্গেটেড লেখা না হলে টিউন হয় না। তাই একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি। যদি আপনারা জানেন তাহলে আশা করি শেয়ার করবেন।

 

আমি গত কয়েক দিন হলো ব্লগে একটা সাইট খুলি। প্রথমত আমার ব্লগ খুব ভালোভাবেই চলতে থাকলো।  তাই আমি টপ লেভেল একটা ডোমেইন নেই। এখনও মুটামুঠি ভালো-ই চলে। বাট সমস্যা হলো গিয়ে হ্যাক নিয়ে। আমি জানিনা গুগল এর আন্ডারে ব্লগ হ্যাক হয় কিনা? যদি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে আমার কি করার আছে? এবং গুগল কত ভিজিটর সাইটে প্রবেশ করতে দিবে এটার কি কোন লিমিট আছে? আপনারা যদি এই দুটো বিষয় জানেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন আশা করি। যাই হেড লাইনের আলোকে আমরা মূল টিউনে ফিরে আসি।

আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেট্রিকা এর প্রিমিয়াম ভার্সন Retrica এর মত সেলফি তুলার অ্যাপ আর পাই নাই।  দিন এ ১০০ তা সেলফি তুলি। তবে এই অ্যাাপ এর প্রিমিয়াম ভার্সন পাওয়া সত্যি অনেক কষ্ট এবং প্রিমিয়াম ভার্সন এ এমন অনেক ফিচার ও এফেক্ট আছে যা নরমাল ভার্সন এ নেই। তাই অনেক খুজে আপনাদের জন্য নিয়ে এলাম রেট্রিকা এর প্রিমিয়াম ভার্সন রেট্রিকা এর কিছু ফিচার হল

  • সেলফি তুলার জন্য খুবই ভাল
  • ক্যামেরা কোয়ালিটি দারুন
  • হাজার এফেক্ট আছে
  • ৪ পিক ও ট্রায়ো তুলার সুবিধা
  • প্রিমিয়াম ভার্সন এ রেট্রিকা এর লোগো মুছে ফেলা যায়
  • সময় নির্ধারন করা যায়

Retrica অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন :

ইন্সটলেশানঃ

  1. প্রথম এ রেট্রিকা ইন্সটল থাকলে আনিন্সটল করুন
  2. এবার আমার ফাইল টি দিয়ে ইন্সটল করুন।
  3. এবার সেলফি তুলুন ইচ্ছামত

আমার এই সাইট এর মূল ভূমিকায় টেকটিউনস এর ভূমিকা অপরিসীম। কেননা এখানে অনেক বড় বড় ব্লগারা আছেন যারা অনেক টিপস দেয়। আমি আশা করি আমাকেও আমার সমস্যা নিয়ে সাহায্য করবে। তো সবাই ভালো থাকুন। আর টেকটিউনস এর সাথেই থাকুন।

নতুন মুভির জন্য দেখতে পারেন: অল মুভি এইচডি ডট কম

বাংলায় : টেক বিডি ট্রিকস্

 

 

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন http://goo.gl/IxqXla

আমি আন্তরিকভাবে দুঃখিত টিউনের মাঝে ডাউনলোড লিঙ্কটি দিতে পারলাম না। দয়া করে এখান থেকে ডাউনলোড করে নিন। ধন্যবাদ মতাম ততততত দেয়ার জন্য… http://www.indishare.com/g3ljiake0u61