শেষ হয়ে যাওয়া চ্যাপ্টা টুঠপেস্টের টিউবের সাথে আরও একটি সকাল চালিয়ে দেওয়ার আপোষ করতে করতে ভাবতে থাকেন, ও এরকম কেন করবে। ওতো সবই জানে, এই চাকুরীটা আপানদের দুজনের জন্যই খুবই প্রয়োজন। চাকুরীটা পেয়ে গেলেই স্যামনের অগাস্টেই বিয়েটা ফাইনাল। আজ সকাল আটটায় সেইটারই ইন্টারভিউ। তড়িঘড়ি করে তাই গতকাল রাতে সক্কাল সক্কাল ঘুমিয়ে পড়েছেন। এ সবের কোন কিছুই ওর অজানা নয়। তার পরও কেন ও এমন ছেলেমানুষী করবে! টানা ছয়টা বছরের কমিটমেন্ট, এক এসএমএস-এর অনিয়মে এত কিছু!
হ্যাঁ জনাব! তাহারা এরকম ই-হয়। তাহারা আপনার পুরোটাই চায়। তাহারা আপোষ করতে রাজী না। এটাই তো ভালবাসা!
এখন দ্রুত রেডি হয়ে ইন্টার্ভিউ বোর্ডে পৌছাবেন নাকি তার রাগ ভাঙ্গানোর প্লান করবেন?? কেন এত চপ নিতে যাবেন বলুন তো! মেশিনের কাজ মেশিনকে দিয়ে দিন না!
"Valentine Day Auto SMS" এমনই একটি অ্যাপ। সকল সৃজনশীলতা দিয়ে ভালোবাসার কথা গুলো লিখে দিয়ে কাটায় কাটায় বারোটায় এসএমএস টাইম সেট করে নাকে সুরেশ তেল দিয়ে ঘুমিয়ে যান। আর যদি কাজের প্রেশারে সৃজনশীলতা লোপ পেয়ে যায় তো কোন চিন্তা নেই। এক হাজারের ও বেশি রোমান্টিক এসএমএস টেম্পলেট থেকে বেছে নিন আপনার পছন্দের টা।
এই ভ্যালেনটাইন হোক চাপমুক্ত ভ্যালেনটাইন!!!!
আমি Code Lab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student of Patuakhali Science & Technology University in Computer Science & Engineering.......& New here....
অসখ্য বাংলা sms নিতে পারেন এই সাইট থেকে
অসখ্য বাংলা sms নিতে পারেন এই সাইট থেকে