এক রকম লকস্ক্রিন আর কয়দিন?নিয়ে আসলাম হেব্বি একটি লকস্ক্রিন অ্যাপ,এমন অ্যাপ হয়তো মনে মনে খুজছিলেন।লকস্ক্রিন মিউজিক এবং অসাধারন কিছু স্টাইল সহ অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


ফোনের ডিফল্ট লকস্ক্রিন আর কয়দিন ভাল লাগে বলুন?আর ডিফল্ট লকস্ক্রিনে হয়তো কাস্টোমাইজ সুবিধা পাওয়া যায় না।আর তাছড়া একই জিনিস দেখতে দেখতে হয়তো আমরা বোরিং হয়ে যাই।কেমন হয় যদি লকস্ক্রিনে নতুন কিছু ইউজ করা যায়।হ্যা আপনাদের কথা মাথাই রেখে নিয়ে আসলাম প্লেস্টোরের বেস্ট একটি লকস্ক্রিন আপ্প।প্লেস্টোরে অনেক লকস্ক্রিন অ্যাপ পাওয়া যায় সেগুলো ইউজ করতে গেলে আপনাকে নিদিষ্ট একটি Louncher ব্যবহার করতে হবে।কিন্তু এই অ্যাপ ইউজ করার জন্য আপনাকে কোন ল্যাঞ্চার ইউজ করতে হবে না।

সবচেয়ে বড় কথা এই অ্যাপে অনেক গুলো লক স্ক্রিন পাবেন এবং ইচ্ছা মতো কাস্টোমাইজ তো থাকছেই।


চলুন দেখে নেয়া যাক কি কি সুবিধা পাচ্ছেন এই অ্যাপে।

locks2


  • অনেক গুলো HD ওয়ালপেপার।
  • কয়েক সিস্টেমে লকিং সুবিধা।
  • এনিমেশন ব্যাটারফ্লাই।
  • লকস্ক্রিন অসাধারন কিছু মিউজিক।
  • কাস্টোমাইজিং।
  • ডিসপ্লে অল নটিফিকেশন।
  • Support change clock/date text color,text size and text fonts.
  • চেইঞ্জ ডিভাইজ নেম এন্ড অপারেটর নেম।
  • upport swipe to remove notifications।

এছাড়াও আরো অনেক গুলো ফিচার পাবেন যা আপনার মন কেরে নিবে।

locks1


অ্যাপ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

আপনি কি জানেন আপনার ইন্টারনেট প্রভাইডার কম্পানি আপনাকে কতো স্পিডে নেট প্রদান করছে?সকল প্রকার স্পিড টেস্ট করুন ছোট্ট এই প্রিমিয়াম অ্যাপ দিয়ে।

ঝামেলাহীন ভাবে Poweramp চালানোর জন্য কতো কিই না করলেন,কিন্তু এক টানা ১ মাস চালাতে পারছেন কি?নিয়ে যান Poweramp এর মতো সেইম একটা প্লেয়ার,একদম লেটেস্ট এবং পেইড ভার্সন।

নিয়ে নিন Asus Zenphone এর ডিফল্ট ফ্ল্যাশ লাইট অ্যাপ।ছোট্ট এই অ্যাপে অনেক অনেক ফিচার পাবেন,অন্য ফ্ল্যাশ লাইট অ্যাপ ফেলে দিন আজ থেকে শুধুই এইটা।

এবার নিজের ছবি দিয়ে ইচ্ছামতো স্টিকার,কমিক্স,কার্টুন বানান।সম্পূর্ণ পেইড এবং মুডেড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।একবার হলেও টিউনে দেয়া পিক দেখুন ভাল লাগবেই।

নিয়ে নিন ASUS Zenphone এর অরিজিনাল ZenUI Launcher আর ফোন কে বানিয়ে ফেলুন Asus Zenphone।সাথে অনেক অনেক আইকন দিয়ে ফোন কে সাজানোর সুজোগ তো থাকছেই।

নিয়ে নিন টিউবমেট সুপার মুডেড এড ফ্রি এবং ম্যাটারিয়াল ডিজাইন সহ নিউ ভার্সন।এবার ইউটিউব সহ যেকোন সাইটের ভিডিও,অডিও,ফাইল ডাউনলোড হবে মাথা নষ্ট করা স্পিডে। ২ মেগাবাইট সাইজের কাজের অ্যাপটি এখনি ডাউনলোড করে নিন।

 Asus Zenphone ইউজ করতে পারছেন না তো কি হইছে।এই দিকে আসেন,Asus Zenphone এর অরিজিনাল ফাইল ম্যানেজার নিয়ে যান।কি নেই এতে,এক কথায় অসাধারন।

আপনার ফোনের ইন্টারনেট কে লিমিট করে দিন,লিমিট শেষ হলে অটোমেটিক ডিস্কানেক্ট হয়ে যাবে।নেট শেষ হওয়ার পরে উরাধুরা টাকা কাটার দিন শেষ।অ্যাপ সাইজ মাত্র ৯০০ কেবি।

Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

clash of clanes…..Join Our Clans

THE DARK STATE