Root failed,Root not success এই দিন শেষ।এবার শুধু বলবে Root Success (বিশ্বের যেকোন ফোন)

সর্ব প্রথমেই শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের,

আসসালামু আলাইকুম

 

আশা করি আপনারা আল্লাহর রহমতে

ভালই আছেন।আমিও খুব ভাল আছি আল্লাহর রহমতে।

তবে শুরু করি আমার আজকের টিউন।

আপনারা সবাই জানেন আমার পিসিতে একটু সমস্যা হওয়ার কারণে মোবাইল দিয়েই টিউন করছি, বুঝতেই পারছেন কেমন কষ্ট হচ্ছে।

যাই হোক আবারো ভুল ত্রুটি ক্ষমা করবেন।আসলে পিসি না সারা হলে এভাবেই প্রতিনিয়ত কষ্ট করতে হবে আপনাদের জন্য।

আজ আমি আপনাদের সাথে শেয়ার

করবো অত্যন্ত প্রয়োজনীয় ১ টা এপ্স।

 

 

(বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)

 

রুট সম্পর্কে জানেন না এমন কেউ হয়ত খুজে পাওয়া যাবে না। হয়ত শতকরা ১ জন হতে পারে। যাই হোক, অনেকেই বহু চেষ্টা করে ও ফোন রুট করতে পারেন নি। আজই পারবেন রুট হবেই।আপনার ফোনে নিচ থেকে iroot এপ্সটি ডাউনলোড করে নিন। ইইন্সটল করুন। ডাটা কানেকশন অন করুন, এপ্সটি ওপেন করুন। রুট এ ক্লিক করুন।

কিছু সময় ওয়েট করুন। ৫/১০ এম বি এর মত লাগতে পারে। হুম এবার দেখুন Root success।  খুব সহজেই হয়ে গেল রুট।

 

এপ্স নেমঃ Iroot

এপ্সটির সাইজঃ ৩.৭ এম বি

ডাউনলোড লিংকঃlink

 

(বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)

 

তাহলে বুঝতেই পারছেন।

এপ্সটির কত টুকু ক্ষমতা।

তাই এক্ষুণি ডাউনলোড করে নিন।

প্রয়োজনীয় এই এপ্সটি।

আল্লাহ হাফেজ।

ভাল থাকবেন।

আমার জন্য দোয়া রাখবেন।

দেখা হবে আগামী টিউনে।

কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।।।

DBBL মোবাইল ব্যাংকিংঃ link

Level 0

আমি রকি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

htc desire d626q ট্রাই করে তারপর গ্যারান্টি দিন

ভাই সব ফোনেই success দেখায় But কোন ফোন ই রুট হয়না।
এগুলা বাদেন।