নিয়ে নিন সেরা অডিও প্লেয়ার্গুলোর মাঝে অন্যতম সেরা Jet Audio Player এর লেটেস্ট ম্যাটেরিয়াল প্লাস ভার্সন!

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালই আছি।প্রতিনিয়ত আপনাদের সাথে ভাল কিছু শেয়ার করার প্রয়াস থাকেই।হয়ত তেমন ভাল কিছু শেয়ার করতে পারিনা।তবে নিজের কাছে যেটি ভাল মনে হয় সেটিই সবার সাথে শেয়ার করতে উদ্গ্রীব হয়ে উঠি।সামনে এক্সাম,ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাই নতুন কিছু দিতে পারছিনা।তবে সেরা কিছু অ্যাপ্সের লেটেস্ট প্রিমিয়াম ভার্সন দেবার চেষ্টা থেকে আজকের এই টিউন।।

আজ আপনাদের সাথে এমন একটি মিউজিক প্লেয়ার শেয়ার করছি যেটি আমাদের সবার ই কম বেশী ভালোলাগে,এবং এই প্লেয়ারটি তার অনবদ্য ও আকর্ষণীয় ফিচারের জন্য সবসময় টপ লেভেলে অবস্থান করে থাকে তাই  এই মিউজিক প্লেয়ার টিকে কোন বেস্ট বেটারের কম্পেয়ারে নিয়ে যেতে চাইনা। কারণ Jet Audio প্লাস বেস্ট না হলেও এটি  তার ব্যবহার কারীকে সম্পূর্ণ স্যাটিসফাই করতে সক্ষম।কারণ এর সাউন্ড বেস,ভোকাল বায বা জাজ সব কিছুই আকর্ষণীয় এছাড়া এর সমৃদ্ধ ইকুলাইজার এর সাউন্ড সিস্টেম কে করেছে আরো উন্নত।ইয়ারফোন দিয়ে এই প্লেয়ারে গান শুনে অন্যরকম অনুভূতি পাবেন।আমি একসাথে কয়েকটি প্লেয়ার ব্যবহার করি।এর মধ্যে Jet Audio Plus অন্যতম।এতদিন অ্যাপটির সিম্পল ভার্সন থাকলেও নিকট অতীতে এর ম্যাটেরিয়াল ভার্সন বের হয়েছে।আর সেই ম্যাটেরিয়াল Jet Audio Plus এর লেটেস্ট ভার্সন নিয়েই হাজির হলাম।আশা করি এই ভার্সন টি আপনাকে আরো মুগ্ধ করবে।

ডাউনলোড লিংক:Click Here To Download
সাইজ: 16 MB
যেহেতু প্লেয়ারটির সাইজ একটু বেশি এন্ড হয়ত সেরা প্লেয়ার গুলোর মাঝে সবচেয়ে এটির সাইজ ই বেশী।জিনিস যেটা ভাল দাম তার একটু বেশী 😉

ডাউনলোড করতে UC Browser দিয়ে লিঙ্কে গিয়ে Download Now এ ক্লিক করবেন,অন্য পেজে যাবে ব্যাক করে এসে আবার Download Now  এ ক্লিক করবেন।দেন পরের পেজে Click Here To Download এ ক্লিক করবেন।
আজকের মত এখানেই সমাপ্তি।ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ।ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমিঃ@Ashikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস