শিক্ষণীয় ২ ট এপ্স নিয়ে হাজির হলাম। দেখুন তো আপনার লাগবে কিনা (আমার বিশ্বাস অবশ্যই আপনার দরকার)

বরাবরের মত আজকেও আমার সকল বন্ধুদের প্রথমেই সালাম জানায়,

আসসালামু আলাইকুম

 

আশা করি আপনারা আল্লাহর রহমতে

ভালই আছেন।

আমিও খুব ভাল আছি আল্লাহর

রহমতে।

তবে শুরু করি আমার আজকের টিউন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার

করবো আপনার ফোনের জন্য গুরুত্বপূর্ণ ১ টি এপ্স।

 

 

1.Bengali Special Days

 

 

আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি,

বলেন দেখি আজ ৩১ জানুয়ারি,  আজকে কি দিবস???

 

মনে পড়ছে না?

আর মনে পড়ার মত ও না। কারণ আমরা জানি ও না।

 

আচ্ছা আমিই বলে দিচ্ছি, আজকে হল স্ত্রী কে ভালবাসার দিবস,

love your wife day,(জাপানে এই টা পালন করা হয়।

কি বুঝলেন?

 

ভাবছেন আমি কিভাবে জানলাম?

আরে ভাই আমিও কি জানি, আসল দিবস গুলোই মনে রাখতে পারিনা। তার উপর এইসব দিবস

 

আচ্ছা বলুন তো ২ ফেব্রুয়ারি কি দিবস?

 

হা হা পারবেন না।

আমি জানি সব জানি,

২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস।

 

এবার বলুন তো,

৪ ফেব্রুয়ারি কি দিবস??

 

তাও জানেন না?

 

কি আজব আপনি জানেন না, কিন্তু আমি সব জানি,

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস।

 

 

 

এখন ভাবছেন আমি বুঝি খুব ভাল স্টুডেন্ট।

আরে একদম ই সে রকম না।আমি এক দম নরমাল স্টুডেন্ট।

 

এসব দিবস টিবস কোন দিন পড়িই নাই।

 

এসব কি এখন আর পড়া লাগে।

মোবাইল আছে না, এন্ড্রয়েড ফোন।

 

সেইই সব পড়ে দেয়, বলে দেয়, জানিয়ে দেয়।

 

আপনাকেও দেবে যদি আপনার কাছেও এই এপ্সটি থাকে।

 

 

তবে এটি কি আপনার দরকার নাই?

 

অবশ্যই দরকার।

 

তাই আজকেই শেয়ার করলাম।

 

সাইজঃ  মাত্র  ২.১ এমবি

ডাউনলোড লিংকঃ https://tr.im/JK13V

 

 

২.Basic English grammar

ইংরেজি গ্রামার শিখতে এই বইটি ডাউনলোড করে নিন।

 

সাইজঃ  মাত্র ৩.৭ এমবি

ডাউনলোড লিংকঃ https://tr.im/0VfPn

 

(Apps গুলো ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড করতে ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)

 

 

আজকের মত বিদায় নিচ্ছি।

ভাল লাগলে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন।

 

আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি রকি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এত দিবস দিয়ে কি হবে
২১ তারিখ কি দিবস তাই
অনেক লোক জানে না।

হা হা হাসাইলেন ভাই