আমার ব্যবহার করা প্রতিনিয়ত প্রয়োজন এমন কিছু বেস্ট এন্ড্রয়েড অ্যাপ্স (পর্ব-২) যেগুলো আপনার ও প্রয়োজনে আসবে

আশা করি সবাই সবার অবস্থানে ভালই আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।গত পর্বে এন্ড্রয়েডের প্রতিনিয়ত প্রয়োজন এমন কিছু অ্যাপ নিয়ে টিউন করেছিলাম।মূলত এসব অ্যাপ আমি ই ব্যবহার করি তাই সেসব অ্যাপ ই আপনাদের সাথে শেয়ার করার জন্যই অঘোষিত ধারাবাহিক এই টিউন করা।যারা আগের পর্বটি মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেণ ক্লিক করুন  ।গত পর্বে ফেসবুক অ্যাপ পর্যন্তই ইস্তফা ছিলো।চলুন এখনকার পর্ব শুরু করা যাক।
Camera App:

এন্ড্রয়েডে সকল স্মার্টফোনের ডিফল্ট ক্যামেরায় তেমন ইফেক্ট থাকেনা যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যামেরা অ্যাপ ব্যবহার করে থাকি।এর মাঝে ছোট কিন্তু বেশ কার্যকর একটি ক্যামেরা অ্যাপ হচ্ছে DSLR.আর এবার নিয়ে নিন এর প্রো full ভার্সন ফ্রীতেই!
ডাউনলোড লিংকClick Here To Doownload
.
Photo Editor:

Photo Editor এর জগতে অনেক অ্যাপ কেই সেরা খেতাব দেয়া যায়।সেরা ফটো ইডিটর অ্যাপ নিয়ে আরেকদিন টিউন হবে।তবে যেটি সকল এন্ড্রয়েডে ইউজারের কাছেই প্রিয় সেই ফটো ইডিটর কেই যদি বেস্ট ধরি তাহলে সেগুলো হচ্ছে Afterfocus Pro,Picsay Pro ও Picsart। তাই যাদের সংগ্রহে এদের লেটেস্ট প্রো ভার্সন নেই তারা এখান থেকে ফ্রীতেই সংগ্রহে রাখতে পারেন।
Afterfocus ProClick Here To Download
Picsay Pro: Click HereTo Download
Picsart Full LatestClick Here To Download
Security App:

এন্ড্রয়েডে বা সবার ব্যক্তি জীবনে সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে।আর এন্ড্রয়েডে যেকোনো অ্যাপ লক করে রাখা,অডিও ভিডিও হাইড করার জন্য বেস্ট এন্ড বেস্ট অ্যাপ হচ্ছে Vault.আর আজ নিয়ে নিন সেই Vault এর লেটেস্ট প্রিমিয়াম ভার্সন।Vault এমন ই একটি অ্যাপ যার ফিচার লিখলে দুটি টিউন হয়ে অনায়াসেই হয়ে যাবে!!পূর্বে শুধু Vault নিয়েই আমার টিউন ছিলো।সে যাহোক আজ সেই Vault এর লেটেস্ট প্রিমিয়াম ভার্সন নিয়ে নিন
ডাউনলোড লিংকClick Here To Download
.
Music Player:

গান শোনার জন্য আমরা অনেকে অনেক রকমের অ্যাপ্স ব্যবহার করে থাকি।Poweramp,Walkman,TTPOD সহ আরো অনেক প্লেয়ার।সম্প্রতি আরেকটি প্লেয়ার বেশ ভালো লাগলো তা হচ্ছে Black Player.এই প্লেয়ার দিয়ে কাল ইয়ারফোন দিয়ে গান শোনলাম দেন Poweramp দিয়েও শুনলাম কেন জানি Black Player এর টাকেই বেটার মনে হলো।এছাড়াও Walkman,jet Material,ttpod সব ই টপ লেভেলের অডিও প্লেয়ার এন্ড প্রতিটিই একটি থেকে অন্যটি আলাদা এবং মুগ্ধকর।আমার কাছে অডিও প্লেয়ার প্রায় ১৫ টির মত রয়েছে।তার মধ্যে বেস্ট গুলোই আপনাদের সাথে শেয়ার করছি।
Poweramp PlayerClick Here To Download
Black Player: Click Here To Download
Walkman Player: Click Here To Download
TTPOD Player:Click Here To Download
Player Pro: Click Here To Download
Zet Player: Click Here To Download
Omich Player:Click Here To Download
.
Video Player:

এন্ড্রয়েডে ভিডিও প্লেয়ার বলতে আমরা MX Player কেই বুঝি।কিন্তু এর প্রো ভার্সন সব ফোনগুলোয় ইন্সটল নেয়না।যার কারণে ডাউনলোড শেষে ইন্সটল না হলে বিরক্তির শেষ থাকেনা!তাই নিয়ে নিন MX Player এর লেটেস্ট ভার্সন।MX Player এর পরেই যে প্লেয়ার টি আমার কাছে সেরা মনে হয় সেটি হচ্ছে QQ Player. যেকোন ফরম্যাটের অডিও কোন রকমের কোডেক ছাড়াই স্মুথলি চলে।আশা করি আপনাদের ও ভালোলাগবে।
ডাউনলোড লিংক:
MX Player: Click Here To Download
QQ Player:Click Here To Download
.
Type Machine:এই অ্যাপটিও আমার ফোনে প্রায়ই ইন্সটলড থাকে।কারণ যাদের অনেক লিখতে হয় তাদের একটি কমন সমস্যায় পরতে হয় যে অনেক ক্ষণ লেখার পর কিবোর্ড ক্রাশ করে বা ব্রাউজার ক্রাশ করে সব লেখা হারিয়ে যায় তখন আর আফসোসের সীমা থাকেনা।কিন্তু এই অ্যাপ ব্যবহারে আপনি যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে
ডাউনলোড লিংকClick Here To Download
.
ব্যাকগ্রাউন্ড ডাটা কাটা বন্ধ করুন:

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কোন অ্যাপ ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ড এ বিভিন্ন অ্যাপ রানিং করতেই থাকে।যার কারণে চার্জ ও মেগাবাইট খুব অল্ল সময়েই শেষ হয়ে যায়।তাই নিয়ে নিন ব্যাকগ্রাউন্ড এ ডাটা কাটা বন্ধ করার সেরা অ্যাপস রুট +আনরুট সবার জন্যই.
আনরুট দের জন্য:MobiwollClick Here To Download
Rooted(Afwall+Pro): Click Here To Download
ব্যাটারি চার্জ সেভ করার জন্য:

এন্ড্রয়েডে মেজর কিছু সমস্যার মধ্যে সবচেয়ে বড় মেজর হচ্ছে এর চার্জ পর্যাপ্ত সময় পর্যন্ত লাস্টিং না করা।তাই ব্যাটারি সেভ করার জন্য নিয়ে নিন Greenify অ্যাপ রুট+আনরুট সবার জন্যই!এতে আপনার ব্যাটারি লাইফ কিছুটা হলেও বৃদ্ধি পাবে!
*Greenified Pro(Unroot)Click Here To Download
*Greenify Mod(Root):Click Here To Download
অ্যাপ গুলো ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজে গেলে ব্যাক করে আগের পেজে গিয়ে আবার Download Now এ ক্লিক করবেন।দেন Click Here To Download পেজ আসলে সেখানেই ক্লিক করবেন।

সবার প্রয়োজনের জন্য এই টিউন তাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ।ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ।ধন্যবাদ সবাইকে।আলবিদা

@ফেসবুকে আমিঃAshikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস