Android ফোনের জন্য সেরা একটি অ্যাপ SaveCall – Auto Call Recorder। দেখে নিন এর ফিচার সমূহ।

আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।এই একটি অ্যাপ SaveCall – Auto Call Recorder যার সম্পর্কে বলতে গেলে মনে হয় শেষ হবে না। যা না বললেই নয় তেমনি কিছু বিষয় শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। SaveCall – Auto Call Recorder এর সেবা 100% বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং স্মার্ট স্বয়ংক্রিয় কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন।ইনস্টল করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ডিং আরম্ভ করবে পৃথক একটি অপারেশন ছাড়াই। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ ফিচার সমুহ দেখে নেয়া যাকঃ

          

বৈশিষ্ট্য সমূহ:

  • স্মার্ট স্বয়ংক্রিয় ফোন কল রেকর্ডিং।
  • for certain contacts একটি স্বয়ংক্রিয় রেকর্ডিং ফিল্টার ফাংশন।
  •  বিভিন্ন ভাষা সমর্থন করে।
  • বিভিন্ন রঙ থিম সমর্থন করে।
  •  high-quality মানের রেকর্ডিং মানের সেবা প্রদান করতে সক্ষম।
  • বিভিন্ন অডিও ফরম্যাটের যেমন (AMR, MP3, MP4, 3GP) সাপোর্ট করবে।
  • Provide Multi-list select feature।
  • Provide record ফাইল মেমো ফাংশন।
  • পিন নিরাপত্তা বৈশিষ্ট্য।

ফাইল ইনফো:

  • ফাইল সাইজঃ ২.৮ মেগাবাইট
  • ভার্সনঃ ১.২.৫
  • মিনিমাম রিকুয়ারমেন্টঃ অ্যান্ড্রয়েড ৪.০ এবং তার পরের ভার্সন।

ডাউনলোড লিংকঃ

অতি জরুরী কিছু অ্যাপস সমূহঃ 

আপনারা যারা নিয়মিত ব্রাউজিং এবং ডাউনলোড করতে অভ্যস্ত তারা অবশ্যই UC Browser এর নিচের ভার্সনটি ব্যবহার করবেন। তাহলে ব্রাউজিং এবং ডাউনলোড স্পিড (রিজিউম সাপোর্টেড) খুব ভালো পাবেন।

আর যারা আমার মত ফোনে ভিডিও দেখতে অভ্যস্ত তাদের জন্য অসাম দুটি ভিডিও অ্যাপঃ

বোনাস (অফটপিকস)ঃ

গতকাল একটি মুভি নামালাম। ভীষন উপভোগ করলাম মুভিটি। তাই আপনাদের সাথা শেয়ার না করে থাকতে পারলাম না। আর যারা Adventure টাইপ এর ভক্ত তাদের জন্য Special.তারচেয়ে বড় ব্যাপার হল মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটির নামঃ

The Walk (2015)

IMDB Rating: 7.5/10.

মিস করার মত একটি মুভি।  যাইহোক বেশি কিছু লিখলাম না। ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন আর ডাইরেক্ট লিঙ্ক থেকে ফুল স্পিডে নামান আর উপভোগ করুন।

Download The Walk (2015) Full HD Movie

বিদায় বাণীঃ

যাই হোক,অ্যাপটি আপনাদের কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু। এরকম আরো হাজারো Top Android Apps/Games Download করার জন্য আমার সাইট AppStok.com এবং HD Movie Direct Download এর জন্য xMovie থেকে ঘুরে আসার জন্য আপনার সবান্ধব নিমন্ত্রণ রইল। খালি হাতে ফিরতে হবে না, এই গ্যারান্টি দিচ্ছি।

আজকের মত বিদায়।

আগামীতে এরকম পচা টিউন নিয়ে আবারো দেখা হবে।

ততদিন ভালো থাকুন, প্রচন্ড ঠান্ডায় উষ্ণ থাকুন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি মিঠুন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস