এন্ড্রয়্রডের জন্য নিয়ে নিন নিত্য প্রয়োজনীয় এমন কিছু অ্যাপ যা আপনার জন্য প্রতিনিয়ত কাজে আসবে।।।

কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে এমন কিছু অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যেসব অ্যাপ্স আপনার প্রতিনিয়ত কাজে আসবে। সত্যি কথা বলতে এসব অ্যাপ ই আমার এন্ড্রয়েডে থাকে।তো চলুন শুরু করা যাক.

সর্বপ্রথম আপনার এন্ড্রয়েডের জন্য একটি আকর্ষণীয় ও স্মুথ লুক দরকার।এজন্য আমরা অনেক ধরনের লঞ্চার অ্যাপ ব্যবহার করে থাকি।বেশ ক বছর ধরে Nova Launcher তার শীর্ষস্থান ধরে রেখেছে।তাই নিয়ে নিন Nova Launcher এর লেটেস্ট Final প্রিমিয়াম ভার্সন:
ডাউনলোড লিংক: Click Here To Download
*Nova Premium Tesla key: Click Here To Downlload

*Line Launcher:Nova Launcher শীর্ষস্থান এ রইলেও ২০১৬ সালের জনপ্রিয় আরেকটি লঞ্চারের নাম হচ্ছে Line Launcher.বিখ্যাত ভিডিও অডিও কলিং Line অ্যাপের আরেকটি আবিষ্কার হলো Line Launcher. এর স্মুথনেসে আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন।৫১২ Ram এর সেট কেও স্মুথ করে ফেলতে এই লঞ্চার টিই যথেষ্ট। এছাড়া ১ জিবি,২ জিব Ram এর সেট গুলোতে কেমন সার্ভিস দিবে ভেবেই দেখুন 🙂
ডাউনলোড লিংক: Click Here To Download
.
*Ridmik Keyboard Mod: লুকিং তো হলো এবার লেখালেখির জন্য একটি ভাল কিবোর্ড দরকার।হ্যা আর সেই ভাল কিবোর্ড টির নাম হচ্ছে রিদ্মিক কিবোর্ডের এই মোড ভার্সন টি।অন্য সকল ভার্সন থেকে এই ভার্সন টিই সেরা।Xda এর সিনিয়র একজন ডেব কর্তৃক মোড করা এই কিবোর্ড টি।এটাতে ইমো ও রয়েছে।সেজন্য কিবোর্ডের Done লেখা বা ডান দিকের একদম নিচে ← এই চিহ্নে ক্লিক করে ধরে রাখুন।
ডাউনলোড লিংক: Click Here To Download
.
*Assistance Pro: এন্ড্রয়েডের আরেকটি নিত্য প্রয়োজনীয় অ্যাপ হচ্ছে Android Assistance। কারণ ছোট একটি অ্যাপ দিয়েই আপনি অনেক রকমের কাজ করতে পারবেন।অ্যাপটি সম্পর্কে সবাই কম বেশি জানেন।আজ নিয়ে নিন Android Assistance এর লেটেস্ট প্রো ভার্সন অর্থাৎ সম্পূর্ণ অ্যাড ফ্রী!
ডাউনলোড লিংক: Click Here To Download
.
*File Manager:

ডিফল্ট সেই গৎবাঁধা ফাইল ম্যানেজার দিয়ে কি ই বা করা যায় তাই আমরা সবসময় ঈ থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে থাকি।আর ফাইল ম্যানেজারের সবচেয়ে প্রিয় ও পরিচিত নাম হচ্ছে ES File Explorer.আজ নিয়ে নিন ES Explorer এর লেটেস্ট মোড ভার্সন।এর লুকিং ও কাজে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না।
ডাউনলোড লিংক: Click Here To Download

*ES Explorer এর পাশাপাশি আরেকটি ফাইল ম্যানেজার আমার কাছে একটু বেশিই ভালোলাগে সেটি হলো Mi Xplorer। এই ফাইল ম্যানেজার টি জাস্ট অসসাম।চাইলে আপনার সংগ্রহেও রেখে দিতে পারেন।আর তারপর ই আছে FX Explorer.লুকিং,পার্ফমেন্স সব দিক দিয়েই এটি অনন্য।ডাউনলোড লিংক...
Mi XplorerClick Here To Download
FX File ExplorerClick Here To Download

Net Browser:

ব্রাউজার হিসেবে প্রায় সবসময় ই আমরা দুই থেকে তিন টি ব্রাউজার ব্যবহার করে থাকি।একটি হচ্ছে Opera Mini অন্যটি UC Browser. লেটেস্ট Opera Mini লুকিং অনেক টাই UC Mini এর মত,কপি বললেও ভুল হবেনা।আর যেকারণে আমরা সবসময় Opera Mini ব্যবহার করে থাকি সেটি এই লেটেস্ট ভার্সনে অনুপস্থিত! তাই নিয়ে নিন Opera Mini এর বেস্ট মোডেড ভার্সন।স্পিড+পার্ফমেন্স এ আপনি মুগ্ধ হবেন ঈ।আর UC Browser নিয়ে কিছু না বলাটাই মনে হয় শ্রেয়।স্পিড আর যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার জন্য এটিই শ্রেয়,এছাড়া mozilla,chrome ও কম যায়না।আর পিসি ভিউ য়ের জন্য অথবা গ্রুপে ফাইল আপলোড বা ডক তৈরির জন্য সেরা অ্যাপ হতে পারে UC HD. তাই লিংক থেকে এসব অ্যাপ সংগ্রহে রেখে দিতে পারেন।
ডাউনলোড লিংক:
Opera Mod VersionClick Here To Download
UC Latest 10.8.0Click Here To Download
UC HD:Click Here To Download

Facebook App:ফেসবুক ব্রাউজ করার জন্য বিলিয়ন মানুষ Facebook App ব্যবহার করে থাকে।কিন্তু এই অ্যাপটি যতই আপডেট হচ্ছে ততই বেশি Ram Consume করে ফোনকে স্লো করে দিচ্ছে আর সাথে আছে মেসেঞ্জার!!!যেকোনো এন্ড্রয়েড কে স্লো করে দিতে এ দুটি অ্যাপ ই যথেষ্ট"তাই নিয়ে নিন ফেসবুক অ্যাপের ওল্ড এন্ড বেস্ট ভার্সন টি।আর সাথে চ্যাট এনাবলার।এ দুটি ইন্সটল করলে আপনার আর ফেসবুক অ্যাপ দিয়ে চ্যাট করতে মেসেঞ্জারের প্রয়োজন পরবেনা।
Facebook AppClick Here To Download
Chat Enabler: Click Here To Download (1.1 mb)
.
অ্যাপ গুলো ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজে গেলে ব্যাক করে আগের পেজে গিয়ে আবার Download Now এ ক্লিক করবেন।দেন Click Here To Download পেজ আসলে সেখানেই ক্লিক করবেন।

সবার প্রয়োজনের জন্য এই টিউন তাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ।ভাল থাকুন আর ভাল রাখুন আপনার চারপাশ।ধন্যবাদ সবাইকে।আলবিদা

@Find Me On Facebook:Ashikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস