এবার আপনার এন্ড্রয়েডে সকল অ্যাডাল্ট সাইট ব্লক করুন,বিরক্তিকর অ্যাড,বিপদজনক ম্যালওয়ার থেকে ফোনকে রাখুন ১০০% নিরাপদ।

আলোচনাঃ

বর্তমান যুবসমাজ অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ নিষিদ্ধ ভিডিও গুলো।আমাদের চারপাশে মনুষ্যত্ব ধ্বংস হওয়ার উপকরণ গুলো খুব সুন্দরভাবে হাতের নাগালেই ছড়িয়ে আছে।বিভিন্ন সতর্কবাণী,বিভিন্ন আইন প্রয়োগেও সমাজ থেকে এই অভিশপ্ত বিষয়গুলো দূর করা যাচ্ছেনা।কিন্তু আমরা একটু নিরাপদ ও শৃঙ্খল জীবন যাপন করলেই এই মরণ থাবা থেকে বের হয়ে আসতে পারি।আর এখন এমন একটা সময়ে আমরা বসবাস করছি যখন কোন কিছু পাবলিসিটির প্রধান হাতিয়ার হচ্ছে অ্যাডাল্ট বিষয়গুলো!
অনেক ভাল ভাল বিখ্যাত সাইট গুলো,বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল গুলো তাদের ভিজটর বাড়িয়ে নিচ্ছে এই নিষিদ্ধ ভিডিও  সামনে রেখেই!!যার কারণে ভাল ওয়েবসাইট গুলোতে ব্রাউজ করতে গেলেও সংশয়ে থাকতে হয়!কম্পিউটার ব্যবহার কারীরা যদিও ব্রাউজার গুলোর এক্সটেনশন ব্যবহার করে অ্যডাল্ট কন্টেন্ট গুলো সম্পূর্ণ ব্লক করে রাখতে পারেন।কিন্তু এন্ড্রয়েড ব্যবহার কারীরা সেটা আদৌ পারেন নি।যার ফলে অনিচ্ছা থাকা সত্ত্বেও মাঝেমাঝে বিব্রত অবস্থায় পরে যাচ্ছেন!
আবার বেশ কিছুদিন ধরে আমাদের টেকবার্কস গ্রুপে অনেক মেম্বার ঈ তাদের সমস্যার কথা বলছেন যে ফোনে Alarm controller,proc,txvpn,core,Haha,mobileocr নামক মারাত্মক ম্যালওয়ার গুলো অটোমেটিক ইন্সটল হয়ে যাচ্ছে!তাই আজ এই সকল সমস্যার সমাধান কল্পে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ এর পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে সকল নিষিদ্ধ সাইট,ম্যালওয়ার কে ব্লক করে আপনার প্রিয় এন্ড্রয়েড টিকে রাখতে পারেন একদম নিরাপদ।কিন্তু এজন্য আপনাকে অবশ্যই রুট ইউজার হতে হবে।

*প্রথমে যাদের ফোনে CWM করে ব্যাকআপ নেয়া আছে তারা এই জিপ ফাইল টি ডাউনলোড করুন।
ডাউনলোড লিংক:ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (1.8 mb)
ডাউনলোড শেষে আপনার জিপ ফাইলটি  মেমোরি কার্ডের কোনো ফোল্ডারে না রেখে বাইরে রাখুন।তারপর Recovery Mod এ গিয়ে সেটা ফ্লাশ করলেই হয়ে যাবে।এন্ড তারপর থেকে উপরোল্লিখিত বিপদ গুলো থেকে নিরাপদ হয়ে যাবেন।
আবার কখনো এঈ সার্ভিস টি আনইন্সটল করতে চাইলে এই ফাইল টি সংগ্রহে রেখে দিতে পারেন।
Click Here To Download (943 kb) এবং এটিও একইভাবে ফ্লাশ করবেন।
.
কিন্তু যাদের CWM করা নেই তারা এই দুটি অ্যাপ ডাউনলোড করে নিন।
*Set DNS:Click Here To Download (856 kb)
*Crossbreeder: Click Here To Download (32 KB)
এবার Set DNS ইন্সটল করে যেখানে Google DNS লেখা আছে সেখানে ক্লিক করে কাস্টম করে দিন।এবার DNS 1 এ 220.67.222.123 এবং DNS 2 তে 220.67.220.123 লিখে Apply এ ক্লিক করুন।বা Custom না দিয়ে Family Shield ও করে দিতে পারেন।
দেন Crossbreeder অ্যাপ ইন্সটল করে সকল কিছু অন করে ফোন রিবুট দিন।ইনশাআল্লাহ আপনার ম্যালওয়ার,অ্যাড,অ্যাডাল্ট জাতীয় যাবতীয় সকল সমস্যা দূর হয়ে যাবে।

Set DNS:

*Crossreeder:

আজকের মতো এখানেই সমাপ্তি।পরবর্তীতে নতুন কোন টিউন নিয়ে হাজির হবো।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,ভাল রাখুন আপনার চারপাশ কে।সামনে আমার পরীক্ষা আমার জন্য দুয়া করবেন সবাই।
এটি একটি গুরুত্বপূর্ণ এবং সচেতন মূলক টিউন তাই শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।ধন্যবাদ সবাইকে।।আলবিদা!

ফেসবুকে আমি  Ashikur Rahman Khan

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস