প্রথমে আমার সালাম নিবেন,সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।সরাসরি টিউনে চলে যাই।
প্রথমে যেই এপটি নিয়ে কথা বলবো সেটি হলোঃInternet Speed Meter Pro
অনেকেই এই এপ সম্পর্কে জানেন,নতুন করে কিছু আর বলার নেই এই এপের মাধ্যমে আপনি প্রতিদিন কত টুকু ডাটা খরচ করলেন তা জানতে পারবেন,প্রতি মাসে কত টুকু ডাটা খরচ করলেন তা জানতে পারবেন,তাছাড়া ইন্টারনেট চালানোর সময় কত স্পিডে ডাটা ট্রান্সফার হচ্ছে তা জানতে পারবেন।
অনেকে বলেন প্রো ইন্টারনেট স্পীড মিটার নাকি লাইসেন্স নিয়ে ঝামেলা করে,খুশির খবর হলো আজ যেই ভার্সন টি আপনাকে দিচ্ছি,তা লাইসেন্স নিয়ে বিন্দুমাত্র ঝামেলা করবে না।চোখ বন্ধ করে চালাতে পারবেন এই এপটি।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না,নিচ থেকে মিটার টি ডাউনলোড করে ফেলুন।
।
।
।
।
।
এইবার কথা বলি আরো একটি অসাধারণ এপ নিয়ে।কথায় আছে না জিনিস যেইটা ভালো দাম তার একটু বেশি।অনেকেই ফাইল আদান-প্রদাণ করার জন্য ShareIT এর ব্যবহার করে থাকেন,তবে ShareIT হলো একটি ফ্রী এপ,আর ShareIT এর ফাইল আদান-প্রদান এর গতি অনেক বেশি মন্থর।তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম SuperBeam Pro.আমি অনেক ফাইল ট্রান্সফার এপ ব্যবহার করেছি,সব ব্যবহারের পর এটিকেই বেস্ট মনে হয়েছে।আর এটি কিন্তু একটি পেইড এপ,ব্যবহার করতে আপনাকে ডলার গুণতে হবে,তবে আজ দিচ্ছি ফ্রীতে,নিচ থেকে লুফে নিনঃ
।
।
।
.
.
.
.
ডাউনলোড করার জন্য লিঙ্কে ক্লিক করে "Download" তার পরের পেইজে আবার নীল "Download" এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে,অন্য কোন ট্যাব Open হলে তা বন্ধ করে দিবেন।বুঝতে অসুবিধা হলে নিচের ছবি দেখুন।
.
ছবিঃ১
.ছবিঃ২
.
.
.
.
.
.
আমি আমার আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনে নতুন,আমি নিজেই এই সাইট থেকে অনেক কিছু শিখেছি,চেষ্টা করবো সবাইকে সহজ ভাবে নতুন কিছু বুঝানোর,নতুন সব টিউন দেয়ার চেষ্টা থাকবে সব সময়,আমি সাধারণত এন্ড্রয়েড নিয়ে লিখতে ভালোবাসি তবে মাঝে মধ্যে কম্পিউটার নিয়েও লিখবো,আশা করি ভালো মানের কিছু পোস্ট লেখার,যা সবার ভালো লাগবে বলে আমি আশাবাদি।আমার সাথেই থাকুন,টেকটিউন্স এর...
ওইটা 40 Mb/S = 5 MBPS ……এই গুলাও কি বুঝেন না !!!