প্রথমেই সালাম জানায় সকল বন্ধুদের,
আসসালামু আলাইকুম
আশা করি আপনারা আল্লাহর রহমতে
ভালই আছেন।
আমিও খুব ভাল আছি আল্লাহর
রহমতে।
তবে শুরু করি আমার আজকের টিউন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার
করবো
Android এর একটা খুব দরকার এপ্স।
এটি দিয়ে আপনি আপনার হারানো ফোন খুজে পাবেন।
চোর ধরতে পারবেন।
(ডাউনলোড করার জন্য
UC ব্রাউজার,CM,Mozila,Chome বা ফোনের ডিফল্ট ব্রাউজার
ব্যবহার করুন তারপর Download Now ক্লিক করে →পরের পেজে
Click Here to Download তে ক্লিক করুন তাইলেই
ডাউনলোড শুরু হয়ে যাবে)
১ মে এপ্সটি ডাউনলোড করে নিন
সাইজ ঃ মাত্র ৭.৫ এমবি
(ডাউনলোড করার জন্য
UC ব্রাউজার,CM,Mozila,Chome বা ফোনের ডিফল্ট ব্রাউজার
ব্যবহার করুন তারপর Download Now ক্লিক করে →পরের পেজে
Click Here to Download তে ক্লিক করুন তাইলেই
ডাউনলোড শুরু হয়ে যাবে)
তারপর ইন্সটল করে ওপেন করুন।
সাইন আপ করুন।
ইমেইল ভেরিফাই করেন।
নাম্বার এড করেন।
পরে আবার ডাটা ক্লিয়ার করে।
নতুন করে লগিন করেন।
দেখবেন আপনার ফোনের সকল তথ্য দেখাচ্ছে।।
মডেল, imei নাম্বার, সিম নাম্বার।
লোকেশন।
তার মানে বুঝতেই পারছেন।
যদি কেউ সিম পুরে, তবে আপনি সহজেই নাম্বার পেয়ে যাবেন।
আর যেভাবে পাবেন,
ধরেন আপনার ফোন হারিয়ে গেল।
তখন ওই এপ্সটি অন্য ফোনে ইন্সটল দিয়ে,
আপনার একাউন্টে লগিন করুন।
তারপর আপনার ফোন ট্রাক/সার্চ ক্র্যন।
অবশ্যই gps অন করে কাজ করবেন।
তা না হলে লোকেশন ট্রাক করতে পারবে না।
আর আপনি ইচ্ছা করলেই,
আপনার ফোনে কল দিতে পারবেন, এস এমএস দিতে পারবেন, ডাটা /মেমোরি ফরম্যাট /ফোন ফরম্যাট দিতে পারবেন।
অর্থাৎ ওই এপ্সেই সকল কাজ।
তাহলে বুঝতেই পারছেন।
এপ্সটির কত টুকু ক্ষমতা।
তাই এক্ষুণি ডাউনলোড করে নিন।
প্রয়োজনীয় এই এপ্সটি।
আল্লাহ হাফেজ।
ভাল থাকবেন।
আমার জন্য দোয়া রাখবেন।
দেখা হবে আগামী টিউনে।
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে পাবেন।।।
যদি ভাল লাগে জানাবেন। আর কোন সমস্যা হলে আমি তো আছিইই। আপনাদেরকে উপকার করার ইচ্ছা আছে। যদি এতটুকুও উপকারে লাগে অবশ্যিই শেয়ার করবেন। শেয়ার করে সব্বাইকে জানার সুযোগ দেন।।১
আমি রকি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a student
জানাবেন