আসসালামু আলাইকুম। প্রযুক্তি প্রেমিরা কেমন আছে। আশা করি সবাই ভাল আছেন।যারা Clash of clan খেলেন তারা নিশ্চয়ই এটা জানেন যে এ গেমে জেম্স কি জিনিস।
আজকে আমি আপনাদের জন্য একটি এমন টিউটোরিয়াল দিচ্ছি যেটার মাধ্যমে আপনি ৯.৯৯$ এর বিনিময়ে ১২০০ জেম্স কিনতে পারবেন।যা দিয়ে Builder hut নামাতে পারবেন যা খুবই দরকার।
আমি নিজেও কিনেছি ডলার ইনকাম করে।বিশ্বাস না হলে স্ক্রিন সট দেখুন।আবার জেম্স না কিনে টাকা পে আউটও নিতে পারেন PayPal এর মাধ্যমে।
যেভাবে জেম্স কিনবেন
প্রথমে play store থেকে (ওহাপ Reward) অ্যাপটি ডাউনলোড করে নিন অথবা google এ সার্চ করে নামিয়ে নিন।
ডাউনলোড হয়ে গেলে ইনস্টল দিন এবং অপেন করুন।
তারপর লগইন এ ক্লিক করুন, ফেসবুক ওপেন হবে ঐখানে আপনার আইডি দিয়ে লগইন করুন।তারপর একটা পেজ অাসবে ওকে তে ক্লিক করুন। এখন একটি ডায়ালগ বক্স ওপেন হবে ওইখানে আপনি- CD05151 কোডটা লিখুন।সাবধান ভুল হলে কিন্তু আপনারই লস।কারন এই কোড টা অাপনি ব্যবহার করলে অাপনি পাবেন$0.30 কোডটা লেখা হলে ওকে ক্লিক করুন।তারপর ওয়াপ আপনাকে $0.50 ডলার দিবে একাউন্ট খোলার জন্যে। অ্যাপ টি ইন্সটল করার ১মিনিট এর মধ্যেই $0.80$ হয়ে গেলো!
এখন আপনার ওহাপ এ দেখুন আপনার ইনভাইট কোড দেওয়া আছে।ঐ কোডটা দিয়ে আপনি অন্য কাউকে উপরের নিয়মে জয়েন করালে আপনিও পাবেন $০.৩০ আর যাকে জয়েন করালেন সেও পাবে $০.৩০।এই ভাবে জয়েন করাতে থাকুন।৩৪ জনকে জয়েন করালে আপনার ১০$ হয়ে যাবে।এছারা অনেক অ্যাপ এর অফার আছে। ইন্সটল বাটনে ক্লিক করলে Open With এ ব্রাঊসার এ দিন।প্লে-স্টোরে নিয়ে যাবে। অ্যাপ টি ইন্সটল করে ওপেন এ ক্লিক করুন এবং ১ মিনিট এর মধ্যে নোটিফিকেশন আসবে ওহাপ Rewards থেকে। এখন অ্যাপ টি ক্লোজ করে ওহাপ Rewards এ যান দেখবেন আপনার কাঙ্ক্ষিত $ যোগ হয়ে গেছে। তারপর Daily Play বাটনে ক্লিক করে অ্যাপ টি 4 মিনিট খেলুন।তারপর অ্যাপ টি ক্লোজ করুন দেখুন আরো কিছু ডলার যুক্ত হয়েছে।প্রতিদিন today's attendance checked ক্লিক করলে ০.১$ যুক্ত হবে।
ওহাপ Rewards এ মিনিমাম ১০ ডলার হলেই Google Play GiftCard এর জন্য রিকোয়েস্ট করুন।রিকোয়েস্ট করার ২-৩ দিন পর ওহাপ এ Check gift code এ একটি কোড অাসবে।ঐ কোডটা Google play store redeem এ সাবমিট করুন।ব্যাস হয়ে গেলো।
তারপর Clash of clane এ যান Shop এ যান Treasure এ যান ১২০০ জেমস ক্লিক করুন এবং gmail পাসওয়ার্ড দিয়ে ওকে করুন।কাজ শেষ অারামছে জেমস ব্যবহার করতে থাকুন ও Builder hut নামান।
কোনো সমস্যা হলে অামাকে কল (01956616378)বা fb তে নাম্বার টা দিয়ে সার্চ করুন অামাকে পেয়ে যাবেন।
মোবাইল দিয়ে লিখেছি কোনো ভুল হলে খারাপ টিউমেন্ট না করে ভুল ধরিয়ে দিবেন আশা করি।অার সবাই টেকটিউনসের সাথে থাকুন অাল্লাহাফেজ।
আমি নাদিম মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।