এবার ছবি তুলেই যেকারো বয়স বের করে ফেলুন ছোট একটি এন্ড্রয়েড অ্যাপের সাহায্যে!!!

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি টেকদুনিয়ায় সবাই ভালই আছেন।আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালই আছি।বরাবরের মত আজ আপনাদের সাথে এমন একটি চমকপ্রদ অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যমে কেবল একটি ছবি তুলেই যেকারো বয়স বের করে ফেলতে পারবেন।মজার ব্যাপার হচ্ছে অ্যাপে নির্ণয় হওয়া বয়স মূল বয়সের প্রায় আশেপাশেই থাকে।একই ক্যামেরা দিয়ে একজনের কয়েকটি ছবি তুললে সব ছবি যেমন একই হয়না অর্থাৎ কোনোটা ফেসবুকে দেয়ার যোগ্য :p

আবার কোনোটা আবার অযোগ্য হয় ঠিক তেমনি এই অ্যাপ দিয়ে আপনার মুখশ্রীর ছবি তুললে যে ছবিটির ফেস ক্লিয়ার এন্ড ভাল হবে সেটার ঈ অ্যাকারেট বয়স দেখাবে।ছবি যদি ভাল না হয় বা অন্ধকারময় হয় তাহলে প্রকৃত বয়স টা আসবেনা।অ্যাপটি ফান হিসেবে নিলেও এটির কার্যকরীতা সত্যিই মুগ্ধ করার মত।নিচের দেয়া লিংক থেকে ডাউনলোড করে কারো ভালভাবে ছবি তুলে ট্রাই করেই দেখুন,হোপ ভালোলাগবে।এখানে দুটি অ্যাপ রয়েছে।দুটির যেকোণো টি ব্যবহার করতে পারেন তবে দুটি ইন্সটল করলেই বেটার হবে।
.
ডাউনলোড লিংক: *Click Here To Download
*2. Click Here To Download

ডাউনলোডের নিয়ম:লিংকে গিয়ে Download Now এর নীচের টিক তুলে দেবেন দেন সেই Download Now এ ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন
.
টিউন টি ভালোলাগলে লাইক,টিউমেন্ট করে আপনার মূল্যবান টিউমেন্ট জানাবেন।
আপনার একটি ভাল টিউমেন্ট আমাদের কয়েকটি ভাল ভাল টিউন করার অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিতেও পারেন।ধন্যবাদ সবাইকে।
#RIP_Sami 🙁

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস