আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন।
আমিও খুব ভাল আছি আল্লাহর রহমতে।
তবে শুরু করি আমার আজকের টিউন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো
Diploma & National University পড়ুয়া ছাত্রদের জন্য খুবই প্রয়োজনীয় ২ টি এপ্স
(Apps গুলো ডাউনলোড করতে লিংকে গিয়ে নিচে Download Now লেখাতে ক্লিক করুন।পরের পেজ আসলে Create Download link এ ক্লিক করুন। তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)
১. ডিপ্লোমা স্টুডেন্ট
ডিপ্লোমা ছাত্রদের জন্য অফিশিয়াল সাইট BTEB। এখানেই ডিপ্লোমা ছাত্রদের সকল নোটিশ, রেজাল্ট দেওয়া হয়।
সব কিছু ঠিকই আছে। কিন্তু যখন রেজাল্ট দেয়, তখন? তখন যে BTEB অফিশিয়াল সাইটে তো ঢুকাই যায় না।
সার্ভার থাকে ডাউন।
তাই ডিপ্লোমা স্টুডেন্ট দের কথা মাথায় রেখে আজ আনলাম তাদের জন্য একটা স্পেশাল এপ্স।
BTEB এর সকল নোটিশ, তথ্য, রেজাল্ট সব কিছু পাওয়া যাবে।
২.জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট
National University Student দের ও ডিপ্লোমার মত অবস্থা।
আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দের জন্য একটা অতি প্রয়োজনীয়/গুরুত্বপূর্ণ এপ্স শেয়ার করতেছি।
আর এটা হল NU Results . এই এপ্সটি দিয়ে আপনি Honours, Degree, Masters সকল পরীক্ষার ফলাফল জানতে পারবেন (1st year,2nd year,3rd,4th সকল পরীক্ষার রেজাল্ট)।
এপ্স দিয়েই যদি সব হয় তবে সাইটে ঢুকার দরকার কি।
এমন আরো কত কিছুই হবে।
হা হা ডিজিটাল বাংলাদেশ।
(Apps গুলো ডাউনলোড করতে লিংকে গিয়ে নিচে Download Now লেখাতে ক্লিক করুন।পরের পেজ আসলে Create Download link এ ক্লিক করুন। তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)
যারা আমার আগের টিউন মিস করেছেন, তাদের জন্য,
যদি ভাল লাগে জানাবেন।
কোন সমস্যা হলে & ফেইসবুকে আমাকে পাবেন
তখনি ভাল লাগে যখন এত কষ্ট করে টিউন করি আর আপনারা
থ্যাংকস দেন। আপনাদের কাজ এলেই আমার টিউন করা সার্থক।
আশা করি পাশেই থাকবেন।
আমি আপনাদের ছোট ভাই।
আল্লাহ্ হাফেজ।
দেখা হবে আগামী টিউনে।
আমি রকি ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am a student
DSLR নেই তো কি হয়েছে? DSLR এর মত ছবি তুলুন android দিয়ে। DslrCamera pro.apk আর আপনের অ্যানড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন সত্যিকারের DSLR camera এবং ছবি তুলুন অবজেক্ট এর ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে সাথে পাচ্ছেন DSLR এর প্রিমিয়াম ফিচার
http://is.gd/vr7ZVg