এবার খুব সহজেই BBC-Janala এপের মাধ্যমে ইংলিশ Spoken শিখুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। থাকেন ভাল আমার কি ? আমি ভাল থাকলে আপনাদের কি ? তবে দোয়া করেন সবাই যেন ভাল থাকে। যাই হোক এটা ফাইজলামির জাগানা, তাই চলুন আসল কাজে যাই।

 

বর্তমানে ইংলিশ শেখাটা খুবই দরকারি হয়ে পরেছে, আপনি বাঙ্গালি বাংলা না বলতে পারলে কোন সমস্যা নেই, কিন্তু মামা ইংলিশ বলতে হবে। না হলে তুমি খ্যাত স্মার্ট না। আরও কত কি আপ্নারাই ভাল জানেন আমার থেকে, তাই আর বেশী কিছু বললাম না। তাই শেষ কথার এক কথা মামা তোমার ইংরেজি শিখতে হবে। তাই আর না পেরে আপনাদের জন্য নিয়ে এলাম BBC জানালা এর একটি ইংলিশ বই, খালি BBC ক্যান কত এপ বের হইছে  ৭ ১৫ ৩০ দিনে ইংরেজি শিখাই দিচ্ছে। তবে আমি অত কাহিনি জানিনা তবে আমার কাছে BBC জানালা এর এপটা ভাল লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম।

এপের পরিচয় ও লিংকঃ 

এপটির নামঃ Learn English from BBC Janala APK

এপটির লিংকঃ Learn English from BBC Janala_v1.0_.apk

 

 

এপটিতে যা যা থাকছেঃ 

  • ইংলিশ স্পিকিং।
  • ইংলিশ চর্চা।
  • ইংরেজি গ্রামার।
  • ইংরেজি শব্দ।
  • ইংরেজি কথোপকথন।
  • বিষয় গুলি আলাদা করে দেয়া।
  • কুইজ এর বাবস্থা আছে।
  • অফলাইন বাবস্থা।

 

এপটির কিছু স্ক্রীনশটঃ 

আশা করি ইংলিশের জন্য আপনার এই এপটি উপকারে আসবে।

আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে।

আল্লাহ্‌ হাফেজ।  

 

 

আরও সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকুনঃ

 

লাইফ ইজ টেকনোলজি

 

১০০ টি টিউনের অ্যাডঃ

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস