বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। থাকেন ভাল আমার কি ? আমি ভাল থাকলে আপনাদের কি ? তবে দোয়া করেন সবাই যেন ভাল থাকে। যাই হোক এটা ফাইজলামির জাগানা, তাই চলুন আসল কাজে যাই।
বর্তমানে ইংলিশ শেখাটা খুবই দরকারি হয়ে পরেছে, আপনি বাঙ্গালি বাংলা না বলতে পারলে কোন সমস্যা নেই, কিন্তু মামা ইংলিশ বলতে হবে। না হলে তুমি খ্যাত স্মার্ট না। আরও কত কি আপ্নারাই ভাল জানেন আমার থেকে, তাই আর বেশী কিছু বললাম না। তাই শেষ কথার এক কথা মামা তোমার ইংরেজি শিখতে হবে। তাই আর না পেরে আপনাদের জন্য নিয়ে এলাম BBC জানালা এর একটি ইংলিশ বই, খালি BBC ক্যান কত এপ বের হইছে ৭ ১৫ ৩০ দিনে ইংরেজি শিখাই দিচ্ছে। তবে আমি অত কাহিনি জানিনা তবে আমার কাছে BBC জানালা এর এপটা ভাল লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম।
আশা করি ইংলিশের জন্য আপনার এই এপটি উপকারে আসবে।
আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।