২৩/ডিসেঃ/২০১৫ তে রিলিজ পেয়েছে “WifiMapper” – এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার চারপাশে কথাই ফ্রী ওয়াইফাই আছে, সেটা জেনে Connect করতে পারবেন। (root লাগবেনা)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সকল টিউনার কে এবং টেকটিউন কে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের টিউন। ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমি আপনাদের ভালবাসাই ভাল আছি। এবার তাহলে চলুন আসল কথাই আসি।

 

আজ আমি আপনাদের কাছে শেয়ার করলাম খুবই দরকারি সফটওয়্যার, যে এপের মাধ্যমে আপনি জানতে পাবেন, আপনার আশেপাশে কথাই ফ্রী ওয়াইফাই আছে, স্থান যদি কাছে হয়, তাহলে ওখান থেকেই আপনি কানেক্ট করতে পারবেন, আর যদি দূরে হয় তাহলে ওখানে যেয়ে কানেক্ট করতে হবে। তাহলে চলুন আর দেরি না করে এই এপটির বিষয়ে আরও ভাল ভাবে জেনে নেই।

 

এই এপটির নাম এবং লিংকঃ 

 

এপটির নামঃ  WifiMapper - Free Wifi Map APK

এপটির লিংকঃ WifiMapper Free Wifi Map_v1.3.3_.apk

 

এপের সুবিধা গুলিঃ

  • মাপের মাধ্যমে অবস্থান অনুযায়ী নিকটতম স্থানে ফ্রী Wifi স্পট জানা যাবে।
  • wifi স্পটটির বিস্তারিত তথ্য জানা যাবে।
  • চাইলে নতুন ফ্রী wifi স্পতের তথ্য যুক্ত করা যাবে।
  • আগে যে wifi সংজগ ব্যবহার করা হয়েছে, সেটির হিস্টরি জানা যাবে।
  • আরও অনেক কিছু। 

 

এপের কিছু স্ক্রীনশটঃ 

 

এপটি আসলেই কাজ করে আমি ব্যবহার করি। আশা করি আপনাদের ও কাজে লাগবে।

আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। 

আল্লাহ্‌ হাফেজ।

 

 

আরও সফটওয়্যার পেতে নিচের লিংকে একটিভ থাকুনঃ 

 

লাইফ ইজ টেকনোলজি

 

১০০ টি ফ্রী নিউনের এডঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস