শেষ বছরের শেষের দিকে, জাতীয়ভাবে ফেইসবুক বন্ধ আমাদের শিখিয়ে দিয়েছে VPN কী! নতুন করে এর সংজ্ঞা দেয়ার কিছু নেই। প্লে স্টোর বা অন্যান্য অনেক সাইট থেকে আমরা হয়তো অনেক VPN অ্যাপ্স পেয়েছি যেগুলো হয়তো অনেক ঝামেলাপূর্ণ,কানেক্ট হতে অনেক সময় নেয়,অনলাইন গেইম(যেমন ক্ল্যাশ অব ক্ল্যান্স) চলে না, লিমিটেড টাইম, বিরক্তিকর অ্যাড ইত্যাদি বহু সমস্যাপূর্ণ। এসব দিক বিবচনা রেখেই প্রায় সবগুলো VPN অ্যাপ্স যাচাই করে কিছু অসাধারণ পেইড অ্যান্ড্রয়েড অ্যাপ্স আপনাদের সাথে শেয়ার করছি 🙂
অসধারাণ একটি VPN অ্যাপ যেটি আমার যাচাই-এ অন্যান্যগুলোর তুলনায় এটি-ই বেস্ট! এটি আপনাকে দিচ্ছে
- ২৫ টি ভার্চুয়াল লোকেশন
- অনলাইন গেইমগুলো(যেমন ক্ল্যাশ অব ক্ল্যান্স) কোন সমস্যা ব্যাতিতই চলবে।
- অতিরিক্ত ব্রাউজিং প্রোটেকশন
- নেট স্পিড প্রায় পুরো ১০০ ভাগ-ই নিশ্চিত (এরজন্য ইন্সটল করে কানেক্ট করার পর একবার রিবুট দিলে ভালো হয়)
- অটো কানেক্ট ও অটো কানেক্ট আফটার রিবুট
- আরো অনেক কিছু!
অ্যাপ সাইজ : 7.50 MB
এখন আসল কথা হলো,যদিও এর কোন ক্র্যাকড ভার্সন নেই তথাপি এটি প্রোমো কোড সমর্থিত, কিছু প্রোমো কোড ব্যবহার করে আপনি এটিকে সহজেই মাসের পর মাস ব্যবহার করতে পারবেন!
ইন্সটল হয়ে গেলে আপনি ১৪ দিন ফ্রি পাবেন, আরো মাস বাড়িয়ে নিতে নিচের প্রোমো কোড গুলো একটি-একটি ট্রাই করবেন।
🚩 K4KC4M, uh54tt8, w9f4ct, pl9qb7, 9uv4unq
তাছাড়া আরো প্রোমো কোড গুগল করেও পাবেন।
হটস্পট শিল্ড এর সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত, এটি-ও আমার যাচাইকৃত হিসেবে ২য় বেস্ট VPN অ্যাপ।এটির ক্র্যাকড ভার্সন রয়েছে। এটি আপনাকে যা যা দিচ্ছে
- ইউনাইটেড স্টেট এর ভার্চুয়াল লোকেশন(ক্র্যাকড অ্যাপে এই একটি লোকেশন-ই আছে)
- অনলাইন গেইমগুলো সমস্যা ছাড়াই চলবে
- প্রায় পুরো ১০০ ভাগ নেট স্পিড
- অটো কানেক্ট ও অটো কানেক্ট আফটার রিবুট
- কোন লিমিট নেই, ক্র্যাকড অ্যাপ
- সুন্দর ডার্ক-থিম
- আরো অনেক!
ক্র্যাকড অ্যাপের কিছু সমস্যা আছে।
- কেবল একটি ভার্চুয়াল লোকেশন(আমেরিকা)
- ব্রাউজারে সার্ফিং করার সময় মাঝে মাঝে তাদের অ্যাড চলে আসে,তখন রিলোড করতে হয়।
তাছাড়া আর কোন সমস্যা নেই।
অ্যাপ সাইজ : 6.79 MB
ইন্সটল হয়ে গেলে যেসব পারমিশন/অ্যকসেস চাইবে,দিয়ে দিবেন।
এটির পূর্বের ভার্সনের নাম ছিল টাচ ভিপিএন। এটিও অসাধারাণ একটি ফ্রি ভিপিএন অ্যাপ। এটি আপনাকে যা যা দিচ্ছে
- আনলিমিটেড সার্ভিস,সম্পূর্ণ ফ্রি,তাই কোন ক্র্যাকড নেই
- ৫+ ভার্চুয়াল লোকেশন
- প্রায় পুরো ১০০ ভাগ নেট স্পিড
- অটো কানেক্ট (অটো কানেক্ট আফটার রিবুট নেই)
- সিম্পল
এটির অসুবিধাগুলো হলো :
- এটি দিয়ে অনলাইম গেইমগুলো নাও চলতে পারে!
আর বাকি দিকগুলো থেকে এটি ফ্রি আনলিমিটেড হিসেবে অস্থির!
অ্যাপ সাইজ : 5.15 MB
প্রথমবার ইন্সটলের পর কানেক্ট পেতে সময় লাগতে পারে। তারপর অটো কানেক্ট পাবে সহজেই।
ভালো থাকবেন সবাই!
আমি মাহাদী হাসান জিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসি বিজ্ঞানকে,ভালোবাসি বিজ্ঞানপ্রিয় মানুষকে, ভালোবাসি বিজ্ঞানপ্রিয় জীবন-আদর্শকে
Betternet নামের আরেকটা ভালো VPN ও কিন্তুু আছে।