আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল নেই, ওহ দুঃখিত খারাপ নেই। ভালই আছেন। আসলে যে যেরকম থাকে তাঁর থেকে তাই বের হয়। যাই আর কথা না প্যাঁচায়ে আসল কথাই আসি।
বর্তমানে পলাপাইনের প্রধান খেলান হল মোবাইল। অবশ্য এতে একদিক দিয়ে উপকার হয়েছে। বেশী খেলনা কিনে দেয়া লাগেনা, শুধু একটি মোবাইল হাতে ধরাই দিলেই হবে। তবে যেই সেই মোবাইল হলে হবে না। টাচ লাগবে সাথে স্ক্রিন টা বড় হতে হবে। যদি ট্যাব হয় তাহলে বেশী ভাল।
নিজের কথা বলি যদি হয় নিজের সাধের iPhone অথবা Galaxy বা tab, ভিতরে যদি থাকে নিজের প্রয়োজনীয় ফাইল এপ বা কোন ডাটা, মোবাইল থেকে ছেলে দামি। তাই পলার হাতে দিলাম ফোনটা, দেখে ও লাগে কি মজা, পোলা চাইলাই খুব সোজা। কিন্তু যখন ফোনটা নিলাম হাতে, দেখলাম ফোনটাই ১২ টা বাজে। মেজাজ টা তখন কথাই থাকে। ?
তাই এই মেজাজের সমধানের জন্য নিয়ে এলাম একটি এপ, এই এপের মাধ্যমে আপনি ফোনে আলদা করে একটি স্কিন তৈরি করে রাখতে পারবেন। তারপর থেকে ফোনটা আপনার ছেলের হত জতই দেন না কেন, আর নিজের কোন বাক্তিগত ফাইলে সমস্যা হবে না।
আশা করি এই এপের কাজ গুলি ভাল ভাবে বুঝতে পেরেছেন, তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂 valo laglo