আপনার স্মার্টফোনে শিশুদের জন্য আলাদা স্কিন বানিয়ে রাখুন। এবার থেকে আর শিশুরা ফোন ব্যবহার করলে কোন প্রবলেম হবে না।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভাল নেই, ওহ দুঃখিত খারাপ নেই। ভালই আছেন। আসলে যে যেরকম থাকে তাঁর থেকে তাই বের হয়। যাই আর কথা না প্যাঁচায়ে আসল কথাই আসি।

 

বর্তমানে পলাপাইনের প্রধান খেলান হল মোবাইল। অবশ্য এতে একদিক দিয়ে উপকার হয়েছে। বেশী খেলনা কিনে দেয়া লাগেনা, শুধু একটি মোবাইল হাতে ধরাই দিলেই হবে। তবে যেই সেই মোবাইল হলে হবে না। টাচ লাগবে সাথে স্ক্রিন টা বড় হতে হবে। যদি ট্যাব হয় তাহলে বেশী ভাল। 

নিজের কথা বলি যদি হয় নিজের সাধের iPhone অথবা Galaxy বা tab, ভিতরে যদি থাকে নিজের প্রয়োজনীয় ফাইল এপ বা কোন ডাটা, মোবাইল থেকে ছেলে দামি। তাই পলার হাতে দিলাম ফোনটা, দেখে ও লাগে কি মজা, পোলা চাইলাই খুব সোজা। কিন্তু যখন ফোনটা নিলাম হাতে, দেখলাম ফোনটাই ১২ টা বাজে। মেজাজ টা তখন কথাই থাকে। ?

তাই এই মেজাজের সমধানের জন্য নিয়ে এলাম একটি এপ, এই এপের মাধ্যমে আপনি ফোনে আলদা করে একটি স্কিন তৈরি করে রাখতে পারবেন। তারপর থেকে ফোনটা আপনার ছেলের হত জতই দেন না কেন, আর নিজের কোন বাক্তিগত ফাইলে সমস্যা হবে না।

 

তাহলে চলুন এই এপটি কে ভাল করে জেনে নেইঃ   

এপটির নামঃ   Kids Place - Parental Control APK

এপটির লিংকঃ  Kids Place Parental Control_v2.4.4_.apk

 

এবার জেনে নিন এপটির সুবিধা সমূহঃ 

  • এই সফটওয়্যার তে রয়েছে একটি বিশেষ kids mood, যেটা তে আপনি আলাদা স্কিন তৈরি করতে পারবেন।
  • এবং শিশুরা কণ ধরনের এপ ব্যবহার করতে পারবে, তা নির্ধারণ করে দিতে পারবেন।
  • সাথে সাথে এপের মাধ্যমে আপনি এসএমএস, কল ইত্যাদি লক করে রাখতে পারবেন।
  • এতে আছে টাইমার এর বাবস্থা, এটি দিলে শয়ংক্রিওভাবে ডিভাইস লক করা যাবে।
  • শিশুরা চাইলে অনলাইন থেকে কোন কিছু ডাউনলোড করতে পারবে না।
  • আরও অনেক কিছু। 

এবার নিচে কিছু এপটির স্ক্রিনশট দেখে নিনঃ 

আশা করি এই এপের কাজ গুলি ভাল ভাবে বুঝতে পেরেছেন, তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ। 

 

 

এরকম আরও সফটওয়্যার পেতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ

লাইফ ইজ টেকনোলজি

 

 

নিচে ১০০টি টিউনের লিংক অ্যাড হিসাবে দিয়ে দিলাম, পারলে ফ্রী দেখে নিবেনঃ 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂 valo laglo