নিয়ে নিন এন্ড্রয়েডের বেস্ট বাংলা কিবোর্ড Ridmik Keyboard এর বেস্ট মোডেড ভার্সন।লেটেস্ট ভার্সন ছাড়ুন আর এটা ব্যবহার করুন।মুগ্ধ হবেন ই

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।ইদানীং ঢাকাতেও সেই শীত পরতেছে,যার কারণে সকালে টিউন লেখা একটু কষ্টকর ঈ হয়ে দাড়িয়েছে।সে যা হোক।আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপের নাম এন্ড্রয়েড ব্যবহারকারী ছেলে বুড়া সবাই চিনে 😉 অ্যাপটির নাম Ridmik Keyboard, বাংলা লেখার বেস্ট কিবোর্ড। কিন্তু এটি লেটেস্ট ভার্সনের মত ভোকাস নয়।

বরং এটি মোড ভার্সন হওয়ায় অন্য সব ভার্সন থেকে এই কিবোর্ড টিতে বেশ ডিফারেন্স দেখা যায়।ম্যাটেরিয়াল, ললিপপ,হোয়াইট ললিপপ,ডার্ক ম্যাটেরিয়াল থিম সহ,তথ্য সংরক্ষণ মানে যা লিখবেন তা সেভ হয়ে ত্থাকে।আর এর ওয়ার্ড শাজেশন অনেক সমৃদ্ধ।,কিন্তু লেটেস্ট ভার্সনে এক ইমো যোগ করা ছাড়া গুরুত্বপূর্ণ ফিচার গুলা বাদ দিয়ে দিছে কেন বুঝলাম না :/
সব মিলিয়ে আমি ড্যাম্ন শিওর যে এই মোডেড ভার্সন টি সকল রিদ্মিক কিবোর্ড প্রেমিকদের মুগ্ধ করবেই 🙂

.
ডাউনলোড লিংক:Click Here To Download
ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now. তে ক্লিক করুন অন্য পেজে দুবার যেতে পারে।সো অন্য পেজ আসলে ব্যাকে গিয়ে আবার Download Now তে ক্লিক করুন দেন পরে Click Here To Download পেজ আসলে সেখানে ক্লিক করুন।

আমরা আপনাদের টেক লাইফ কে  হ্যাপী এবং আরো উন্নত করত্য সর্বদা কাজ করে যাচ্ছি,নিজে যা শিখছি সেগুইলো সবার সাথে শেয়ার করাই আমার লক্ষ্য।তাই সবার প্রতি অনুরোধ থাকবে নিজের জ্ঞান ভাগ করে নিন সবার সাথে,আপনি যা জানেন তা জানিয়ে দিন সবাইকে।

টিউন টি সর্বপ্রথম প্রকাশ হয় আমার সাইটে,সেই টিউন টি ই আমি এখানে করেছি যেটা টেক্টিনসের নীতিমালার বাহিরে নয়।কিন্তু ইদানিং প্রচুর ক্লপি টিউন হচ্ছে সবার প্রিয় এই টেকটিনসে!আমার টিউনের ই কার্বন কপি হয়েছে।আচ্ছা এসব কপি কারীদের শাস্তি হচ্ছেনা কেনো?তারা অবাধেই কেনো টিউন করতে পারছে বুঝতেরছি না।প্লিজ এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।

টিউন টি ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও বুঝলাম word save করার ব্যাপারটা বাদ দিল।
আপনাকে অনেক ধন্যবাদ।

আমিও বুঝলাম না word save করার ব্যাপারটা বাদ দিল কেন…!!!
আপনাকে অনেক ধন্যবাদ।

link kaj kora na….

আসসালামু আলাইকুম ভাই। আপনাকে ধন্যবাদ জানানোর জন্যই লগিন করলাম। অনেক সুন্দর হইছে ভাই, অনেকদিন ধরে বলছিলাম রিদ্মিক রে যেন উপরের সারির সিম্বল গুলো ফেরত দেয়, কিন্তু সবাই ঘুমুচ্ছে। আপনার এই ভার্সনে সবই পেলাম। জাযাকাল্লাহ।

আর একটা পরামর্শ, সর্ব উপরের সারিতে একসারি নাম্বার প্লেট ১.২.৩.৪.1.2.3.4. ইত্যাদি যোগ করলে রিদ্মিক আরো সুন্দর হত। ললিপপ কিবোর্ডে এমন আছে দেখলাম, samsung galaxy s6 edge plus মডেলে।

ভাই লিংক কাজ করেনা কেন?