21/Jan/2016 রিলিজ পেলো ঢাকার “Dhaka Map and Walks” ব্যবহার করুন সম্পূর্ণ অফ লাইনে ইন্টারনেট ছাড়াই।(full version)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সবাই টেকটিউনের পক্ষ থেকে সুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। ক্যামন আছেন সকল টেকটিউনের বন্ধুরা। আশা করি আল্লাহ্‌ পাক আপনাদের সকল কেই সুস্ত রেখেছেন। যাই হোক এবার আসল কথাই আসি।

 

গতকাল রিলিজ হোল ঢাকার জন্য একটি ম্যাপ যে সফটওয়্যার এর মাধমে আপনি জেখন স্থানের ম্যাপ দেখতে পারবেন সম্পূর্ণ ইন্টারনেট ছাড়াই। এমনকি আপনি কথাই অবস্থান করছেন এবং কথা জাচ্ছেন বা যাবেন, সব দেখতে পারবেন।

(বিশ্বাস না করতে পারেন তাই প্রমান দিলাম google play store এর, উল্টা পাল্টা লোকজন আর কম নেই।তারপর ও টেনশনে আছি।)

 

চলুন তাহলে সফটওয়্যার টি ভালভাবে জেনে নেই।

ম্যাপটির নামঃ  Dhaka Map and Walks APK

ম্যাপটির লিংকঃ Dhaka Map and Walks_v13_.xapk

 

এবার এই মাপের কিছু সুবিধা গুলা আমরা জেনে নেই।

  • এতে পুরো ঢাকার ম্যাপ দেয়া আছে
  • ঢাকার বিখ্যাত জাইগা, শপিং মল, সরকারি অফিস সহজেই চিহ্নিত করা যাবে।
  • জিপিএসএর মাধ্যমে কথাই জাচ্ছেন দেখতে পারবেন।
  • যেকোনো কাজ ইন্টারনেট ছাড়াই করতে পারবেন।
  • দিক নির্ধারণের জন্য রয়েছে কম্পাস।
  • যেকোনো স্থান খুজে পেতে রয়েছে সার্চ সুবিধা।

 

এবার চলুন কিছু স্ক্রিনশট দেখা যাকঃ 

1

 

5

2

4

আশা করি যারা ঢাকাই থাকেন এবং যারা ঢাকাই যাবেন তাদের অনেক উপকারে আসবে। 

তাহলে আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। 

আল্লাহ্‌ হাফেজ।

 

দারুন দারুন সফটওয়্যার পেতে নিচের লিংকে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

 

এছাড়া নিচে আরও ১০০ টিউনের অ্যাড দিয়ে দিলাম, সময় পেলে দেখে নিবেনঃ

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eta ki apni dekhsen kaj kore kina… naki sudu earn hobe ei jonno e disen… nije ki use korsen

    ওই তোঁ কইতে না কইতে বেকার পলাপাইন হাজির, সারাদিন কাম নাই। সব টিউনে কাম।
    sorry ভাই একটু মজা করে নিলাম,প্লিজ কিছু মনে করবেন না।
    হাঁ ভাই আমি চলাচ্ছি আসলেই কাজ করে, আপনি চাইলে ব্যাবহার করে দখতে পারেন।
    আর ইনকাম তোঁ একটু করার দরকার তাই না। কারন এতো কষ্ট করে আপনাদের জন্য টিউন করছি, তোঁ আপনারা কিছু ফিস দিবেন না।?

ভাই, .xapk এই ফরম্যাট কই পাইলেন? ।mobile তো বুজলো না এটা কি ফাইল? .apk format den.

    ভাই এটা ফুল ভার্শন যদি শুধু apk ফাইল দেই তাহলে নেট থেকে বাকি ফাইল আপডেট করে নিতে হবে।
    আর এই সফটওয়্যার ব্যাবহার করতে গেলে 4.0 এর উপড়ে হওয়া লাগবে।