আসসালামু আলাইকুম, সবাই শুভ বিকাল জানিয়ে শুরু করছি এখন কার টিউন, ক্যামন আছেন সবাই ? আশা করি সকলেই সুস্ত আছেন। এর জন্য আল্লাহ্ পাক এর কাছে লাখ কতি শুক্রিয়া। আমি ও আপনাদের দোয়াতে ভাল আছি। এবার চলুন আমরা আসল কাজে যাই।
(আমার একটাই অনুরধ, দয়া করে কেউ অবৈধ কাজের জন্য ব্যবহার করবেন না।)
START CAPTURE ক্লিক করুন।
কইটি ছবি তুলবেন সেটি সেট করে দিতে পারবেন।
ফটো তুলা শেষ হলে স্টপ Capture দিলেই হবে।
কাজ হয়ে গেলে, ফটো গুলি সব গ্যালারি তে পাবেন।
আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।