এবার ধর্মীয় বিষয়ে যে কোন প্রশ্নের উত্তর দিবে “Android App”, এই এপটি সকল মুসলিম ভায়েদের কাছে থাকা জরুরী।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, সবাই কে আবার জুমা মোবারক জানিয়ে শুরু করছি আজকের টিউন, ক্যামন আছেন সবাই ? আশা করি সকল মুসলিম ভায়রা আজ জুমার নামজ আদায় করেছেন। আজ আমি আপনাদের কে খুবই গরুত্ত পূর্ণ বিষয় নিয়ে আলচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।

 

জিবনে চলার পথে যেখানে সেখানে যখন তখন বিভিন্ন ধর্মীয় মাসআলার সম্মুখিন হয়ে থাকি, দেখা যাই উপযুক্ত সময়ে কোন ফাইসালা ও পাওয়া জাইনা। তাই আজ আমি আপনাদের কাছে এমন একটি এপস নিয়ে এলাম যার মাধ্যমে আপনি যে কোন মাসআলার সমস্যা হলে, এপে জিজ্ঞাসা করলেই, এপ থেকে উত্তর পেয়ে যাবেন। 

 

তাহলে চলুন আর দেরি না করে এপ টির সাথে ভাল ভাবে পরিচিত হয়ে নেই। 

 

এপটির নামঃ ইসলামিক প্রশ্ন ও উত্তর ।

এপটির লিংকঃ ইসলামিক প্রশ্ন ও উত্তর - মাহাদ.apk

 

এই এপটিতে যা যা আপনি পাবেনঃ 

প্রশ্ন কররা সুবিধা।

প্রশ্ন ও উত্তর।

বিষয়ভিক্তিক প্রশ্ন।

আপনার প্রশ্ন। 

সরাসরি যোগাযোগ। 

 

নিচে কিছু স্ক্রিনশট দেয়া হল দেখুনঃ 

আশা করি এই এপটি থেকে আপনি উপকৃত হবে।

আজ তাহলে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ। 

 

 

প্রতিদিন কিছু কিছু সফটওয়্যার পেতে এইলিনে একটিভ থাকতে পারেনঃ 

লাইফ ইজ টেকনোলজি

 

 

নিচে আর ও বেশ কিছু টিউনের লিংক দিলাম, ফ্রী অ্যাড হিসাবে, সময় পেলে দেখে নিবেনঃ 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস