আসসালামু আলাইকুম। আপনার হাতের প্রিয় Android ফোনটি যখন সকল কাজের হাতিয়ার তখন আপনার ফোনটির জন্য নিয়ে এলাম আমার পছন্দের বাছাই করা সেরা কিছু জনপ্রিয় সফটওয়্যার যা আপনাদের অবশ্যই কাজে লাগবে। আজ আপনাদের জন্য বাছাই করেছি আমার পছন্দের সেরা ১৫ টি সফটওয়্যার তো চলুন তাহলে দেখে নেয়া যাক আজকের কালেকশনটি।।
প্লিস ডোন্ট কপি দিস টিউন। 😛 😛
আপনি কি ইংলিশ শিখতে চাচ্ছেন তাহলে টাকা খরজ করে শেখার আগে ব্যবহার করুন হ্যালো ইংলিশ ব্যবহার না করলে সত্যি অনেক ভালো কিছু মিস করবেন। এটার মুল বিশেষত্ব হল আপনি এটা ব্যবহার করে মজায় মজায় ইংলিশ শিখতে পারবেন। এখানে আপনি ৩০০ টিরও অধিক লেসন পাবেন যেগুলো প্রাকটিস করলে আপনি ১০০% ইংলিশ এ দক্ষ হয়ে উঠতে পারবেন।।
ফেসবুক ছারা তো আমাদের একদিনও চলে না, তাই আপনার ফেসবুকের দিকে আরেকটু নজরদারি বারাতে নিয়ে নিন মজাদার এই সফটওয়্যারটি যা দিয়ে আপনি আপনার ফেসবুকের কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করল কিনা তা জানতে পারবেন নিমিষেই।।
ডাউনলোড করার সময় Download Now এর নীচের টিক উঠিয়ে দিন তারপর Download Now এ ক্লিক করুন
যাদের স্মার্টফোনে এখনও ললিপপ আপডেট পান নি তারা দুধের সাধ ঘোলে মিটানোর জন্য ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটি যা দিয়ে আপনি ললিপপ স্টাইল এ ফোন রিসিভ করতে পারবেন।।
→ Download Lolipop Call Style Full
ডকুমেন্ট স্কান করাবেন ভাবছেন চিন্তার কিছু নেই আপনি আপনার স্মার্ট ফোন থেকেই তো স্কান করে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ফাইলটি। সাথে এডিট অপশন তো থাকছেই।
আপনি কি এক ভাবে ফোন নাম্বার ডায়াল করতে করতে বোরিং হয়ে গেছেন ?? সমস্যা নেই এখন থেকে ডায়াল করুন একটু ভিন্ন স্টাইল এ ইউনিক ভাবে ঠিক নীচের স্ক্রীনশট এর মত।
আই ফোন কেনার সামর্থ্য নেই ?? সমস্যা নেই আপনার হাতের এন্ড্রয়েড মোবাইল কে বানিয়ে ফেলুন iPhone 5 এর মত। মানে দুধের সাধ ঘোলে মিটানোর মত। তবে থিম টা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনিও চাইলে ব্যবহার করে দেখতে পারেন।।
ইন্টারনেট প্যাক কিনতে গিয়ে মাথা চুলকাচ্ছেন কোনটা কিনবেন বুঝতে পারছেন না ? সমাধান নিন এই ছোট্ট অ্যাপ টির মাধ্যমে এটা ব্যবহার করে আপনি সব সিম এর নেট প্যাক গুলো হাতের কাছেই পেয়ে যাবেন ..
ঘুম থেকে উঠে ফোন খুজে পাচ্ছেন না ? হঠাৎ লোডশেডিং এর জন্য ফোন খুজে পাচ্ছেন না ? সমাধান নিন এই ছোট্ট অ্যাপ টির মাধ্যমে এটা ব্যবহার করে আপনি হাততালি দিয়ে আপনার ফোনটি খুজে নিতে পারবেন।। মানে হাততালি দিলে আপনার ফোনএর ফ্ল্যাশ জ্বলবে + সাউন্ড বাজবে।
আপনি কি আপনার ফোন এর স্ক্রীনরেকর্ড করে টিউটোরিয়াল বানাতে চাচ্ছেন ?? রুট করা নেই বলে পারছেন না ?? তাহলে সমাধান নিন এই অ্যাপ টির মাধ্যমে। এটা ব্যবহার করে আপনি আপনার ফোন রুট ছারাই স্ক্রীন রেকর্ড করে টিউটোরিয়াল বানাতে পারবেন।।
সবশেষে আপনার এন্ড্রয়েড ফোন এর জন্য নিয়ে নিন 1500 টাকা মূল্যের নরটন সিকিউরিটির এ্যক্টিভেটেড ভার্সন একদম ফ্রী তে। নরটন সম্পর্কে আপনাদের নতুন কিছু বলার নেই। এটা ফুল একটিভ ভার্সন
→ Download Norton Security and Antivirus
.
.
.
.
.
আমি রাব্বি খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।