আমরা আমাদের মোবাইলে অনেক অ্যাপস্ই রেখে থাকি। প্রয়োজন বসতই তা রাখি। হয়তো সেই প্রয়োজন সময় পার করার জন্য যেমন, গেমস্, আবার হয়তো কিছু শিক্ষণীয় বিষয়ের জন্য যেমন ইডুকেশনাল অ্যাপস্। এই রকম বিভিন্ন কারনে অ্যাপসে আমাদের মোবইল ভর্তি হয়েই থাকে।
যাই হোক মানুষের প্রয়োজন শেষ হবার নেই। আমার আমাদের মোবাইলে প্রয়োজনীয় নাম্বার গুলো রেখে থাকি যোগাযোগের জন্য। তা বন্ধু-বান্ধব হোক, আর পারিবারিক হোক। কিন্তু এমন কিছু প্রয়োজনীয় নাম্বার থাকে যা হারিয়ে গেলে আবার কালেকশন করা একটু কষ্ট করই হয়ে দাড়াই, যদি কোন কারনে আপনার মোবাইল ফনটির হারিয়ে যায় (আল্লাহ্ না করুক এমন সমস্যাই কেউ পড়ু্ক)। এছাড়া বিভিন্ন কারনে আপনার জরুরী নাম্বার গুলো হারাতে পারেন। অবশ্য যদি আপনি আপনার নাম্বার গুলো আগে থেকেই ব্যাকাপে রাখেন তবে, আবার নতুন করে নাম্বার কালেকশন করার ঝামলো পোহাতে হয় না। কিন্তু কয় জনেই বা এই সুন্দর একটা কাজ করে থাকি? আমি যেই অ্যাপসটির কথা বলছি তা বাংলাদেশর আইন শৃক্ষলা বাহিনি বাংলাদেশ জেলার সকল থানার জরুরী ভিত্তিক যোগাযোগ নাম্বার। আশা রাখি এই ছোট্ট অ্যাপসটি আমার-আপনার সকলের প্রয়োজনে সাড়া দিবে। এই অ্যাপসটিতে সকল জেলার থানা সমূহের নাম্বার আছে যা কষ্ট করে অন্য ভাবে কালেকশন করার জটিলতা থেকে একটু হলেও সস্তি পাবেন।
এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন
https://play.google.com/store/apps/details?id=com.kakonhatpharmacy.allocphonenumber
বাংলেদেশ আমার সোনার বাংলাদেশ,
আর যারা কিছু মাসলা মাসায়েল সম্পর্কিত অ্যাপস্ নিতে চান তারা এই এ্যপস্টি রাখতে পারেন। এখানে আপনি আপনার দৈন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ন মাসলা-মাসায়েল জানতে পারেন।
এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন
https://play.google.com/store/apps/details?id=com.kakonhatpharmacy.importantmaasalaa
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকলেই এক ভাবে একটা বিষয় দেখে? না কক্ষনো, সবাই সবার নিজের মত করে দেখে, যা অধিকাংশই ভিন্ন