কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।আজ আপনাদের সাথে অতি কমন কিন্তু সবার সেরা একটি অ্যাপের লেটেস্ট ভার্সন নিয়ে এসেছি।এন্ড্রয়েডের অতিরিক্ত ব্রাইটনেস আমাদের চোখের অনেক ক্ষতি করে যেটা আমরা নিজেরাই বুঝতে পারি।কারণ অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করলে চোখ দিয়ে পানি বের হয়ে আসে বা চোখের নীচ দিয়ে কালো দাগ হয়ে যায়,ফোনের ব্রাইটনেস একদম কমালেও সেটা যথেষ্ট হয়না মাঝেমাঝে।কারণ রাতে একদম কম ব্রাইটনেস দিয়ে রাখলেও তার চেয়েও কম টাই আমাদের দরকার হয় আর এজন্য ব্রাইটনেস কমানোর জন্য আমরা অ্যাপ ব্যবহার করে থাকি।এই টাইপের অনেক এপ থাকলেও এই এপ টাকেই আমার বেস্ট মনে হয়।অন্য এপ দিয়ে আলো কমালে এপ ইন্সটল নিতে চায়না,কিন্তু এটি সব দিক দিয়েই পারফেক্ট। সাইজে ছোট্ট হলেও কাজে বড়ই ওস্তাদ।কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি!!
অ্যাপের নাম:Shades.Apk
ভার্সন :v1.3.1
সাইজ:১২৯ কেবি!!
রিকোয়ারমেন্টস : Android 2.3 & Up
ডাউনলোড লিংক: Click Here To Download
N.B.লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে গিয়ে আবার Download Now তে ক্লিক করবেন।এভাবে Click Here To Download পেজ আসলে সেখানে ক্লিক করবেন।
.
বিস্তারিত: Shades এপটির ব্যবহার ও খুব ই ইজি।ইন্সটল করে অপেন করুন।অন চিনহে ক্লিক করুন।কাজ শেষ।সবসময় এটি নোটিফিকেশন বার এ শো করবে।নোটিফিকেশন বার থেকে ক্লিক করে আপনার প্রয়োজন মতো ব্রাইটনেস কমাতে পারবেন আবার একদম বাড়াতেও পারবেন।আমাদের টিউন গুলোতে লাইক,টিউমেন্ট করে আপনার টিউমেন্ট জানাবেন।কোন প্রকার ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে।আমাদের সাথেই থাকুন।
.#ARK
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।