আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি সবাই ই বেশ ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আমরা মুসলিম,আমরা গর্বিত আমরা মুসলমান।পৃথিবীর শেষ্ঠ গ্রন্থ মহা গ্রন্থ আল কুরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরয।কিন্তু আমরা অনেকেই কুরআন পড়তে জানিনা!!অনেকে শিখেছিলাম ভুলে গেছি আবার অনেকে আছেন ঠিক শুদ্ধভাবে শেখা হয়নি,অনেকেই আছেন শেখার ইচ্ছা কিন্তু বয়স হয়ে গেছে শিখতে লজ্জা পাচ্ছেন।তাদের সবার জন্য আমার আজকের এই টিউন,মাত্র ২৭ দিনে বা ২৭ ঘন্টায় শিখে ফেলুন মহান আল্লাহর বাণী আল কুরআন।
.
অ্যাপের নাম:Learn Quran in 27 hrs.apk
ভার্সন:1.0.3
সাইজ:৯.৪৯ এম্বি মাত্র!!
রিকোয়ারমেন্টস:Android 2 and Up
.
ফিচার:সহজ ভাবে কুরআন শিক্ষা করার সব উপকরণ ই আছে এই অ্যাপ টাতে।২৭ টি পাঠে এই অ্যাপটি বিন্যস্ত করা হয়েছে যাতে ২৭ দিনে প্রতিদিন এক ঘন্টা করে মাত্র ২৭ ঘন্টায় ই আপনি শিখে ফেলতে পারেন।এছাড়া প্রত্যেক টি পাঠে শুন্যস্থান আছে যাতে প্রতিদিন শেখা শেষে নিজেকে ঝালিয়ে নিতে পারেন।
.
এছাড়াও প্রতি পার্ট শেষে পরীক্ষার ব্যবস্থা আছে যাতে শিক্ষার্থী নিজেই নিজের পরীক্ষাকে নির্বাচন ও করতে পারবে।সব থেকে বড় কথা এতে প্রতিটি হরফের শুদ্ধ উচ্চারণ ও বলে দিবে।এক কথায় অসাধারণ ভাল একটি অ্যাপ এটি। ধন্যবাদ Bdandroid ও http://www.quranerbishoy.com কে, এতো সুন্দর সফল একটি প্রয়াসের জন্য।
.
ডাউনলোড লিংক: Click Here to Download
(N.B. ডাউনলোড করতে OPERA MINI দিয়ে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজে গেলে ব্যাকে এসে আবার Download Now তে ক্লিক করবেন।দেন পরের পেজে Click Here to download অপশন এলে সেখানে কক্লিক করবেন
বিস্তারিত : https://play.google.com/store/apps/details?id=com.islamicbdapp.learnquran
.
টিউন টি ভাল লাগলে লাইক টিউমেন্ট করে আপনার মতামত জানান।
অতীব জরুরী টিউন তাই বিভিন্ন গ্রুপ,পেজে,টাইমলাইন এ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।আপনিও সওয়াবের অংশীদার হোন।
বানানে ভুল থাকলে আন্তরিক ভাবে দুক্ষিত :p
ভালো থাকবেন সবাই।ধন্যবাদ সবাইকে
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।
খুবই ভালো
ধন্যবাদ সেয়ার করার জন্য।।