এবার আপনার এন্ড্রয়েডের স্টোরেজ পরিবর্তন করে ফেলুন আর বিগ সাইজের HD Game স্মুথলি এন্ড নির্ভেজাল ভাবে

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।আপনাদের টেকি লাইফ কে সুখী ও সমৃদ্ধি করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।তাই আস্থার সহিত আমাদের সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।
.
এখন শুধু পিসি নয় এন্ড্রয়েডেও আমরা ৫০০ এম্বি থেকে ১ জিবি, ২ জিবির গেম গুলো অনায়াসেই খেলতে পারি।কিন্তু সমস্যা হয় তখনই যখন স্মার্টফোন গুলোতে ফোন স্টোরেজ কে ডিফল্ট স্টোরেজ হিসেবে সেট করা দেয়া থাকে।তখন বিগ গেমের ডাটা গুলো ফোন স্টোরেজে রাখতে হয়।এতে অনেক ফোনে পর্যাপ্ত জায়গা না থাকায় বা জায়গা থাকা সত্ত্বেও স্মুথলি গেম খেলতে না পারায় আফসোসের শেষ থাকেনা।তো এখন কি ই বা করার থাকতে পারে!আসলেই নেই।কিন্তু আপনি যদি রুটেড ইউজার হোন তাহলে কিন্তু ঠিকই আছে।হ্যা টিউন টি রুটেড ইউজারদের জন্য।চলুন কাজে নামা যাক.
.
(N.B. অ্যাপ ডাউনলোড করতে Opera Mini দিয়ে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজে গেলে ব্যাকে এসে আবার Download Now তে ক্লিক করবেন।এভাবে পরের পেজে Click Here To Download আসলে সেখানে ক্লিক করবেন।
.
স্টোরেজ পরিবর্তন অর্থাৎ মেমোরি কার্ড কে ফোন স্টোরেজ আর ফোন স্টোরেজ কে মেমোরি স্টোরেজ এর জায়গায় রিপ্লেস করার প্রক্রিয়া টি দুই ভাবে করা যায়।প্রথম পদ্ধতি...
এজন্য এই লিংক থেকে এই অ্যাপটি ডাউনলোড করুন: Click Here
ডাউনলোড শেষে ইন্সটল করে অপেন করলেই কিভাবে কাজ করতে হবে সেটি বুঝে যাবেন।

দ্বিতীয় পদ্ধতি:এই পদ্ধতি টি করতে রুট ব্রাউজ করা যায় এমন যেকোন অ্যাপ এর প্রয়োজন হবে।তবে আমি Root Explorer অ্যাপটি ই ব্যবহার করতে বলবো।যাদের সংগ্রহে অ্যাপটি নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন: Click Here To Download
এবার মূল কাজে আসি।
.

*Root Explorer অপেন করে উপরের দিকে Mount r/w তে ক্লিক করুন।রুট পারমিশন গ্রান্ট দিন।
*এবার নিচের দিকে থেকে System ফোল্ডারে ঢুকুন
*System ফোল্ডারের ভিতর গিয়ে আবার etc ফোল্ডারে প্রবেশ করুন।
*etc ফোল্ডারের ভিতর অনেক ফাইল থেকে Vold.fstab ফাইলটিতে প্রেস করে ধরুন।এখন অনেক গুলো অপশন থেকে Open With এ ক্লিক করে Text Editor সিলেক্ট করুন।কোন Warning আসলে Yes এ ক্লিক করবেন।
*এখন আপনাকে কিছু জায়গায় ইডিট করতে হবে। যেমন..

★ dev.mount sdcard/storage /sdcard0
এই জায়গায় লিখবেন-
dev.mount sdcard/storage /sdcard1
★আবার dev.mount sdcard/storage /sdcard1
এই জায়গায় লিখবেন-
dev.mount sdcard/storage/sdcard0
হ্যা,শুধু মাত্র এই দুই জায়গাতেই edit করবেন।কাজ শেষ!!
*এবার অপশন বা মেনু বাটনে প্রেস করে এটি সেভ করে দিন।
*সবশেষে ফোনটি রিবুট দিন আর দেখুন ম্যাজিক!!আপনার ফোনের স্টোরেজ পরিবর্তন হয়ে গিয়েছে!!এন্ড আপনার প্রবলেম ও সলভড!!
.

সতর্কতা:

সিস্টেম ক্যাটাগরির কাজ তাই অবশ্যই স্টক রমের ব্যাকআপ রেখে নিয়ে তারপর কাজ করবেন।
আজকের মত এখানেই সমাপ্তি।আশা করি টিউন অনেকের ঈ উপকারে আসবে। ভালোলাগলে টিউন টি সবার সাথে শেয়ার করে দিন।ধন্যবাদ সবাইকে

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

great but if it works

ধন্যবাদ সুন্দর একটি পোস্টের জন্য। ভাই আশিকুর স্টোরেজ পরিবর্তন এর যে এপসটা দিছেন সেই লিংকটা কাজ করছে না। লিংক টা আপডেট করে দিলে ভাল হয়।