আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালই আছি।আজ আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে অ্যাপে আপনি ১০০০% মুগ্ধ হবেন।এটাকে কি হিসেবে ব্যবহার করবেন বা কি নাম দিবেন এ নিয়েই সংশয় এ পরে যাবেন 😉
Pou হচ্ছে একটি এলিয়েন।আপনি এটিকে খাইয়ে,পরিয়ে,খেলাদুলা করিয়ে বড় করবেন।গেম!হ্যা গেইম হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন!কারণ আপনি এই Pou অ্যাপ দিয়ে ৩২ টি গেইম খেলতে পারবেন!!!এন্ড প্রতিটি গেইম ঈ অনেকদিন ব্যাপী খেলার মতোই গেইম!!চলুন কিছু গেমের সাথে পরিচিত হয়ে নেই
*গোলকিপার:Pou গোলবারে দাড়িয়ে থাকবে আর আপনাকে এলিয়েন Pou কে বোকা বানিয়ে গোল দিতে হবে!!
*সাউন্ড Pou: কয়েকটি বিভিন্ন কালারের Pou পাশাপাশি থাকবে।হঠাৎ একটি Pou শব্দ করে উঠবে।এখন কোন pou শব্দ টা করলো সেটায় ক্লিক করতে হবে।ভাবছেন সহজ?আমিও তাই ভেবেছিলাম কিন্তু অনেক টাফ!
*Candy Crush Pou: Candy Crush গেইমতো সবাই খেলেছেন!এখানেও পাবেন তেমনি এক গেম।সো Pou এর মাধ্যমে সেই গেমের স্বাদ ও নিতে পারবেন।
*Tictac toc: এই গেইম তো সবাই খেলেছেন।পাশাপাশি তিন ঘর মিলে গেলে দান(পয়েন্ট) আপনার!এখানেও সেই গেইম খেলতে পারবেন।
*Flappy Pou: Flappy Bird গেইমের মতো এখানেও সেই গেইম ঈ খেলতে পারবেন Pou এর মাধ্যমে।
*রঙ মিলান্তি:বিভিন্ন কালারের Pou পাশাপাশি বা উপর নিচ থাকবে।এদের মাঝে রাস্তা থাকবে সেই রাস্তা দিয়ে কিভাবে গিয়ে সেই কালারের আরেকটি Pou এর সাথে মিলাবেন!খেলবেন সেই গেইম ও!
*Car Hill Racing:Pou আর তার বন্ধু গাড়িতে বসে থাকবে আর আপনাকে পাহাড়ের মাঝ দিয়ে গাড়ি চালাতে হবে।একদম Car Hill Racing এর মতোই গেইমটি।
*Eating Fruit: Pou নিচে থাকবে আর উপর থেকে বিভিন্ন ফল থাকবে আপনাকে Pou কে ফল পরার স্থান অনুযায়ী নড়িয়ে ফল খাওয়াতে হবে।উল্টাপাল্টা কিছু খাওয়াইলেই গেম ওভার
*Find Pou: Pou আর তার বন্ধুকে দুটি বালতি দিয়ে ঢেকে বালতির স্থান পরিবর্তন করে দিবে।এখন Pou কোন বালতিতে আছে সেই বালতি ক্লিক করতে হবে।এটাও জোশ কিন্তু হার্ড 😉
*Bitch Valley: বিচের পাশে pou আর তার বন্ধুকে নিয়ে ভলিবল খেলতে হবে!
★Pou Words:একটা শব্দ উপরে দেয়া থাকবে আর নিচে অনেক গুলো Pou এর গায়ে বিভিন্ন অক্ষর লেখা থাকবে।উপরের শব্দ অনুযায়ী Pou গুলো মিলাতে হবে!!
এছাড়া খুদা লাগলে কিচেনে নিয়ে গিয়ে খাওয়াবেন কিন্তু খেতে গিয়ে মুখে ময়লা লাগবে সেগুলা আবার বাথরুমে নিয়ে গিয়ে ওয়াশ করাইতে হবে আর দেন বেডে গিয়ে ঘুম পাড়াইতে হবে সারাদিন Pou রে নিয়া ৩২ টা গেম খেলবেন আর এটুক করতে পারবেন না তাতো হয়না :p
অ্যাপটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আমার মতো অনেকের কাছে ভালো লাগছে বলেই প্লেস্টোরে এর রেটিং এত্ত আর ডাউনলোড ও করেছে প্রায়... জন মানুষ।সো এবার আপনার পালা!এখনি ডাউনলোড করে নিন
লিংক: Click Here To download
ডাউনলোড করতে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।পপ আপ এসে অন্য পেজে গেলে ব্যাক করে আগের পেজে যাবেন এন্ড Download Now তে ক্লিক করবেন।দেন পরের পেজে Click Here To Download এ ক্লিক করবেন।
আজকের মত এখানেই বিদায়।টিউন টি কেমন লাগলো জানাতে ভুলবেন না।ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।ধন্যবাদ
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।