নিয়ে নিন বিভিন্ন ভাষার লেটেস্ট মুভি বা টিভি সিরিজ দেখা এবং ডাউনলোড করার জন্য সেরা এন্ড বেস্ট একটি এন্ড্রয়েড অ্যাপ!!!

কেমন আছেন সবাই?আশা করি টেকদুনিয়ায় মিশে গিয়ে বেশ ভালই আছেন।আমরা সবসময় আপনাদের আমাদের সামগ্রিক জীবনে যেসব চাহিদা রয়েছে সেসব চাহিদার প্রেক্ষিতে বিভিন্ন অ্যাপ বা ট্রিক খুঁজে থাকি।অনেক অ্যাপ বা ট্রিক খুঁজেও পাই!কিন্তু অধিকাংশ অ্যাপই ভোকাস হয়ে থাকে!মানে অনেক অ্যাপ স্প্যাম বা এড বা ম্যালওয়ারে ভর্তি থাকে।অতঃপর যখন বেস্ট টি পাই অর্থাৎ নিজের কাছে ভালোলাগে তখনি সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য অস্থির হয়ে পরি।সে যা হোক!
.
মুভি দেখতে কার না ভালোলাগে!বিভিন্ন সময় বিভিন্ন জেনরের মুভি যেকারো বিনোদনের খোরাক যোগাতে পারে।আমরা সাধারণত টরেন্ট বা গুগলে সার্চের মাধ্যমে বিভিন্ন লেটেস্ট মুভি ডাউনলোড করে থাকি!যেটা অনেক সময় বেশ ঝামেলার।কিন্তু আপনি চাইলে একটি এন্ড্রয়েড অ্যাপের মাধ্যমে সহজেই লেটেস্ট বা ওল্ড ইংলিশ বা বিভিন্ন ভাষার মুভি বা টিভি সিরিজ গুলো স্ট্রিমিং করে দেখতে পাবেন এছাড়া সেখান থেকে বিভিন্ন ফরম্যাট যেমন 360p,480p,720p ফরম্যাটে ডাউনলোড ও করতে পারবেন।এছাড়া সে সকল মুভি বা অ্যাপের IMDB রেটিং ও দেখতে পারবেন।অ্যাপটির নাম Showbox! আশা করি অ্যাপটি আপনার লেটেস্ট মুভির জন্য বিভিন্ন ঝক্কিঝামেলা দূর করাতে সক্ষম হবে।আমার কাছে অ্যা পটি বেশ ভালোলেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম।

ডাউনলোড লিংক:Click Here To Download (Showbox)
ডাউনলোড করতে অপেরা মিনি ব্রাউজার দিয়ে লিংকে গিয়ে Download Now তে ক্লিক করবেন।অন্য পেজে গেলে ব্যাকে এসে আবার Download Now তেই ক্লিক করবেন।দেন Click Here To Download পেজ এলে সেখানে ক্লিক করবেন।
ধন্যবাদ সবাইকে।ভালো থাকুন সবাই,এই শীত কাটুক উষ্ণময় 😉


Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস