আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি নতুন বছরে সবাইকে নিয়ে ভালই আছেন।আমি ও আল্লাহর রহমতে ভালই আছি।এন্ড্রয়েড স্মার্টফোন আমাদের জীবনযাত্রা কে দিনকে দিন সহজ থেকে সহজতর করে তুলছে।লিনাক্স,পিসি,ম্যাক,আইওএস বা অন্যান্য অপারেটর গুলোর সেরা সব অ্যাপ গুলো এন্ড্রয়েডের জন্য ডেভলোপ করা হচ্ছে, আর এভাবেই এন্ড্রয়েড হয়ে উঠছে একের ভিতর সব টাইপের।
আর তেমন ঈ এক অ্যাপ হচ্ছে Walk Prdometer.
.
Walk Pedometer নাম শুনেই এর কার্যকরীতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।সত্যিকার অর্থেই অ্যাপ টি বেশ প্রশংসার দাবিদার।কারণ সকল ইউজার ঈ অ্যাপ টি ব্যবহারে মুগ্ধ হতে বাধ্য হবেন।চলুন এর বিশেষ ফিচার গুলো দেখে নেয়া যাক।
*Walk Pedometer অপেন করে আপনি হাটতে শুরু করলে এটি সার্থক ভাবে আপনার প্রতিটি স্টেপ কাউন্ট করবে।
*আপনার হাটার ধরন অনুযায়ী এক মাইল যেতে কত সময় লাগবে সেটি দেখাবে।
*প্রতি মিনিটে আপনি কত স্টেপ ফেলে হাটেন সেটি গণনা করে দেখাবে।
*আপনার হাটার স্পিড অনুযায়ী কোন গন্তব্যে পৌছতে কত সময় লাগতে পারে সেটি দেখাবে।
*আপনার দ্রুত হাটার কারণে আপনি ঘেমে যাবেন এটাই স্বাভাবিক এন্ড এতে আপনার কত ক্যালরি ক্ষয় হচ্ছে সেটিও দেখতে পাবেন এই অ্যাপের সাহায্যে।
*আপনি আপনার হাটার রেকর্ড সেভ করে রাখতে পারবেন।অর্থাৎ কত সময়ের ভিতর কত স্টেপ ফেলে কত ক্যালরি খরচ করে আপনি কোথাও গেলেন সেটা রেকর্ড করে সেভ করে রাখতে পারবেন।
সো বুঝতেই পারছেন এটি কোন টাইপের অ্যাপ।Walk Pedometer সম্পর্কে অনেকেই আগে থেকেই জ্ঞাত,কিন্তু এটি লেটেস্ট ভার্সন তাই সবাই সংগ্রহে রাখতে পারেন।
.
প্লেস্টোর থেকে প্রো ভার্সন টি ডাউনলোড করতে আপনাকে ২ ডলার খরচ করতে হতো,কিন্তু এখানে আমি আপনাকে দিচ্ছি একদম বিনামূল্যে
ডাউনলোড লিংক: Click Here To Download
ডাউনলোড করতে OPERA MINI বা UC MINI দিয়ে লিংকে প্রবেশ করে #Download_Now এর নীচে ক্লিক করবেন,অন্য পেজ বা অ্যাপ এলে ব্যাকে এসে আবার ক্লিক করবেন দেন পরের পেজে Click Here Download e ক্লিক করবেন।
.
টিউন টি ভালোলাগলে লাইক টিউমেন্ট এবং সবার সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকুন।
ভাল থাকুন আর ভাল কাটুক আপনার সময় এই কামনায় আজকের মত এখানেই বিদায়।আলবিদা
আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।