❄নিয়ে নিন ইংরেজি শেখার বেস্ট বেস্ট এবং বেস্ট একটি এন্ড্রয়েড এপ!!! আর ঘরে বসেই ইংরেজি ভাষা শিখতে থাকুন।❄

আলোচনা:

আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চাকুরীজীবী,ব্যবসায়ী মোদ্দাকথা প্রায় প্রত্যেক মানুষের জন্যই ইংরেজি ভাষা জানা-বুঝা অপরিহার্য একটি বিষয় হয়ে দাড়িয়েছে।
.
বর্তমান যুগ কম্পিটিশন এর যুগ সো এ কম্পিটিশন এ সেই টিকে থাকবে যার অন্যান্য বিষয়ের সাথে ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষতা রয়েছে।!!! ইংরেজি শিক্ষার জন্য আমরা অনেক ইন্সটিটিউট এ ভর্তি হই,অনেকের পক্ষে সেটা সম্ভব হয়ে উঠেনা।এছাড়া আরো আনুষঙ্গিক কারণ থাকে।
সেক্ষেত্রে ঘরে বসে ইংরেজি শিখার জন্য এই এপটি আপনার বেস্ট সঙ্গী হতে পারে।

অ্যাপ পরিচিতি :

⏩অ্যাপের নাম:Hello English.apk
⏩ভার্সন:v1.0
⏩প্লেস্টোর রেটিং: 4.6!!(4.9 My Rating)
⏩সাইজ:৯ এম্বি মাত্র।
আসলে অ্যাপটি এতোটাই ভাল যে এটার গুণ বা বৈশিষ্ট্য কিভাবে বলবো তাই মাথায় আসছেনা।তবে এটাই বলবো যে এটির সাইজ যদি ১ জিবিও হতো তবু সবসময়ের জন্য ব্যবহারে আসতো।এর বিশেষ ফিচার গুলো উল্লেখ করা হলো,,,,

বিশেষ ফিচারসমূহ

*অ্যাপটি অপেন করলে আপনি কতটুকু ইংরেজি পারেন সেটা একটি পরীক্ষার মাধ্যমে যাচাই করবে।সেক্ষেত্রে আপনাকে কয়েকটি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে।শূন্যস্থান পূরণ করতে হবে।

*পরীক্ষা শেষে এপটিই আপনাকে কয়েন এবং মার্কস দিবে। এবং আপনার মার্কসের ভিত্তিতে আপনি কোন লেসনে পড়বেন সেটাও ঠিক করে দিবে!!যেখানে লেসন ১ থেকে লেসন ২৫০ পর্যন্ত রয়েছে।

দারুণ না!? এপটি আপনাকে একদম শুরু মানে What's your name থেকে পূর্ণাঙ ইংরেজি শিখাতে সাহায্য করবে।! কিভাবে কনভার্সন করতে হবে,কিভাবে সেন্টেন্স বানাতে হবে,ভুল হলে কেন ভুল হয়েছে সেটাও বলে দিবে। সঠিক হলে কেনো সঠিক হয়েছে সেটাও ব্যাখ্যা সহ বলে দিবে সাথে সুপার,দারুণ!!বলে আপনাকে উৎসাহ দিবে।

এছাড়া প্রতিটি লেসন শেষে পরীক্ষা নিবে।এবং আপনি যা শিখলেন তা মনে রাখার টেকনিক হিসেবে গেম ও খেলতে পারবেন।এবং প্রতিটি লেসন শেষে আপনি একটি মেয়ের সাথে মৌখিক কনভারসেশন ও করতে পারবেন!!!!!
#মজার বিষয় হচ্ছে এত্ত ভাল একটি এপ, কিন্তু অফলাইন!!!!শুধু মৌখিক কনভারসেশন করতে আপনাকে নেট ব্যবহার করতে হবে।
.

ডাউনলোড লিংক:

jএখানে ক্লিক করুন
ডাউনলোড করতে লিংকে গিয়ে OPERA MINI দিয়ে Download Now তে ক্লিক করুন এন্ড পরের পেজে Click Here to Download এ ক্লিক করবেন।UC দিয়ে না!

আমাদের টিউন ভাল লাগলে লাইক,টিউমেন্ট করবেন। কারণ আপনার এককটি টিউমেন্ট আমাদের কয়েকটি টিউন করার প্রেরণা যোগায়।

Level 0

আমি আশিকুর রহমান খান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 78 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারণ একজন মানুষ।আমি ছাত্র তাই নতুন ভাল কিছু শেখার প্রতি খুব ই ঝোঁক।নিজে যা জানি তা অন্যদের মাঝে শেয়ার করার মাঝে অবর্ণনীয় সুখ পাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটা এ্যাপ। আমি নিয়মিত এটা ব্যবহার করি। ১০০ উপরে লেসন শেষ করা হয়েছে।

আর একটা ভাল সফটওয়্যার আছে সেটা হলো ‘Quran Flash Card’ আরবী শেখার জন্য। iQuran ও খুব ভাল একটা সফটওয়্যার কুরআন শেষার জন্য। যদি পারেন তবে এগুলো নিয়ে টিউন করুন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।